কলকাতা: 'ডাঙ্কি' (Dunki)-র পরের দিনই মুক্তি পেয়েছে প্রভাস (Prabhas)। ক্রিসমাসেই কার্যত মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুটি ছবির। ব্যবসার নিরিখে, বক্সঅফিসে কোন ছবি এগিয়ে রইল, তা দেখে নেওয়া যাক এক ঝলকে। প্রসঙ্গত, এর আগে প্রভাসের মুক্তি পাওয়া ছবি মোটেই ভাল ব্যবসা করতে পারেনি বক্সঅফিসে...বরং তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি 'আদিপুরুষ' সমালোচিত হয়েছিল বেশ। তবে, বছর শেষে প্রভাসের কপাল ফেরাতে পারল 'সালার' (Salaar)? 


মুক্তির আগে, অগ্রিম বুকিংয়েই ৪৮ কোটি টাকা উপার্জন করেছিল 'সালার'। আর মুক্তির পরে, প্রথমদিনে প্রভাসের ছবি গোটা দেশে আয় করল ৯৫ কোটি টাকা। এটিই প্রভাসের এই বছরের সবচেয়ে বেশি উপার্জন করা ওপেনিং। 'সালার: পার্ট ১ - সিজফায়ার' মুক্তি পেয়েছে তেলুগু, কন্নড়, মালয়ালি, তামিল ও হিন্দিতে (Telugu, Kannada, Malayalam, Tamil, and Hindi)। গোটা বিশ্বে এই ছবিটি প্রথম দিনেই উপার্জন করেছে ১৭৮.৭ কোটি। 


এবার নজর রাখা যাক 'ডাঙ্কি' (Dunki)-র বক্সঅফিস কালেকশনে। প্রথম দিনে 'ডাঙ্কি' বক্সঅফিসে ব্যবসা করেছিল প্রায় ৩০ কোটি। দ্বিতীয় দিনে সেই আয় বেশ কিছুটা বেড়েছে। সেই আয়ের অঙ্কটা হল ৪৯.২০ কোটি।


সাম্প্রতিককালে ভারতীয় ছবির মধ্যে মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে ৫০০ কোটির রেকর্ড জওয়ানের রয়েছে। শাহরুখের এই ছবি ব্যবসায়িক এই গ্রাফ তুলতে  সময় লেগেছিল ১৩ দিন। সেখানে গদর ২ এই অঙ্ক এনেছিল ২৮ দিনে। তাই প্রত্যেকের ক্ষেত্রে কখনই সময়ের সঙ্গে সমানুপাতিক নয় আয়ের অঙ্কটা।  এদিকে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে রণবীরের 'অ্যানিম্যাল' ছবিটিও। যেহেতু ডিসেম্বরেই রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেয়েছে 'ডাঙ্কি।' একইসঙ্গে ২২ তারিখে মুক্তি পেয়েছে প্রভাসের 'সালার।' স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে প্রত্যেকটা ছবিরই। 


চলতি বছরে সবচেয়ে বড় ওপেনিং করেছিল শাহরুখের 'জওয়ান' (Jawan)। সেই ছবিটি প্রথম দিনই আয় করেছিল ৭৫ কোটি। তবে সেই ওপেনিংকে টপকে গেল 'সালার'। আর তাই নিঃসন্দেহে এই ছবিকে প্রভাসের কামব্যাক হিসেবে ধরাই যায়।


 






 


আরও পড়ুন: Anupam Roy: অরিজিৎ-শ্রেয়ার কন্ঠে চূড়ান্ত জনপ্রিয়তা, সেই গানই নতুন করে শোনাবেন লেখক অনুপম


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।