কলকাতা: 'আদিপুরুষ' (Adipurush) নিয়ে বিতর্কের পরেই চর্চায় তিনি। আর এবার, মুক্তি পেল তাঁর নতুন কাজ সালার (Salaar)-এর টিজার। কিন্তু প্রথম ঝলকে, মন ভরল না অনুরাগীদের।
আজই মুক্তি পাওয়ার কথা ছিল 'সালার'-এর প্রথম ঝলকের। তা প্রকাশ্যে এলেও, সেখানে দেখা গেল না প্রভাসের মুখ (Prabhas)। কেবল পাশ থেকে দেখা গেল ছবির নায়কের ঝলক। প্রায় ২ মিনিটের টিজ়ারে পরিচালক ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছেন ছবির ভাবনাকে। সেখানে অবশ্য সিংহভাগ জুড়ে দেখা গেল বলিউডের বর্ষীয়ান অভিনেতাকে। অ্যাকশন থাকলেও, প্রকাশ্য়ে এলেন না প্রভাস। অনেকেই মনে করছেন, হয়তো প্রভাসের লুকে আরও কিছু চমক রয়েছে। সেটা ক্রমশ প্রকাশ্য। এই ছবিতে প্রভাস ছাড়াও দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaran), শ্রুতি হাসান (Shruti Haasan) ও জগপতি বাবু (Jagapathi Babu)-কে।
অনেকে আবার মনে করছেন, 'আদিপুরুষ'-এর লুক নিয়ে ইতিমধ্যেই প্রচুর চর্চা হয়েছে। এই ছবির টিজার প্রকাশ্যে আসার পরেই বিরোধিতা শুরু হয়েছিল। তখন নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে দিয়ে, গ্রাফিক্স নিয়ে কাজ করেছিলেন। তবে আটকানো যায়নি বিতর্ক। ছবি মুক্তির পরে চূড়ান্ত বিতর্কের মুখে পড়েছিল 'আদিপুরুষ'। অনেকে মনে করছেন, বিতর্কের আঁচ এখনও কমেনি বলেই সম্ভবত প্রভাসের লুক আড়ালেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওম রাউত (Om Raut) পরিচালিত এবং প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon), সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। কিন্তু মুক্তির দিন থেকেই একের পর এক বিতর্কের উদ্রেক করেছে এই ছবি। বিপুলভাবে সমালোচিতও হয়েছে। সদ্য 'আদিপুরুষ' ছবির নির্দিষ্ট কিছু সংলাপের জন্য এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) কাছে তিরস্কৃতও হতে হয়েছে ছবির নির্মাতাদের।
বিভিন্ন প্রসঙ্গের মধ্যে 'আদিপুরুষ' ছবির নির্দিষ্ট কিছু সংলাপের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শক। একাধিক দর্শকের মতে ওই সংলাপ, 'ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে'। আদালত ছবির সহ-লেখক মনোজ মুনতাশির শুক্লাকে মামলায় পক্ষ করার নির্দেশ দেন এবং এক সপ্তাহের মধ্যে জবাব দিতে নোটিস জারি করেছিলেন।
আরও পড়ুন: Ranbir Singh Birthday: রণবীর যখন অ্যাকশন হিরো.. জন্মদিনে 'সিম্বা'-র ভিডিও শেয়ার করলেন রোহিত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন