অক্ষয় কুমারের প্রশংসা, 'টিউবলাইট', 'হ্যারি মেট সেজাল' ফ্লপ হওয়ার কারণ সম্পর্কে নিজের মত জানালেন সেলিম খান
গান সম্পর্কে সেলিম বলেছেন, আগে চিত্রনাট্য অনুযায়ী গান লেখা হত। এখন সিনেমায় গান কম, আইটেম নম্বর বেশি হচ্ছে।
বড় তারকাদের ফ্লপ সিনেমা নিয়ে পরিচালকদেরও একহাত নিয়েছেন সেলিম। তিনি বলেছেন, অভিনেতাদের ব্যক্তিত্ব অনুযায়ী সিনেমার চিত্রনাট্য তৈরি করেন না। বড় তারকাদের নিয়ে অন্য ধরনের ছবি করতে গিয়ে সিনেমাটাই ফ্লপ হয়ে যায়।
সম্প্রতি অক্ষয় কুমারের স্বল্প বাজেটের সিনেমা ‘টয়লেট:এক প্রেম কথা’ দারুন সাফল্য পেয়েছে।সেলিম অক্ষয়ের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, অক্ষয় নিজেকে ক্রমাগত বদলে চলেছেন।সেলিম মনে করেন, সলমন, শাহরুখ ও আমির খানের থেকেও অনেক বেশি নিজেকে বদলেছেন অক্ষয়। সেলিম বলেছেন, অক্ষয় এমন একজন অভিনেতা যিনি সব ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন।
শাহরুখ খানের ‘যব হ্যারি মেট সেজাল’-ও ফ্লপ করেছে। সেলিম বলেছেন, ‘যব হ্যারি মেট সেজাল’ বা ‘টিউবলাইট’-দুটি সিনেমার কাহিনীই খুব একটা ভালো ছিল না। তাঁর মতে, এখন ভালো লেখক না থাকার কারণেই এ ধরনের সিনেমা হচ্ছে। সেলিম বলেছেন, তাঁদের সময় বই পড়ার চল ছিল। লোকজন একে অপরের সঙ্গে ভালো বই নিয়ে আলোচনা করতেন। কিন্তু এখন সেই চল আর নেই।
সেলিমের সাফ কথা, সলমনের ভক্তরা তাঁদের নায়ককে মার খেতে ও কান্নাকাটি করতে দেখতে পছন্দ করেন না। এই কারণেই সিনেমায় সলমনের চরিত্রটি দুর্বল হয়ে যায়।
সলমন তাঁর ছেলে। কিন্তু এ জন্য সলমনের সিনেমা সম্পর্কে নিজের মতামত স্পষ্টভাবে জানাতে তিনি দ্বিধাগ্রস্ত হন না। সলমনের এ বছর ‘টিউবলাইট’ সিনেমা ফ্লপ হয়েছে। এ ব্যাপারে সেলিম বলেছেন, ওই সিনেমায় যে চরিত্রে সলমন অভিনয় করেছেন, তাতে তাঁকে মানায়নি।
‘শোলে’, ‘ত্রিশূল’, ‘দিওয়ার’-এর মতো সুপার ডুবার সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনি। বলিউডের এই স্বনামধন্য চিত্রনাট্যকার সেলিম খান যে কোনও বিষয়েই খোলামেতা মতামত দিতে অভ্যস্ত। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ‘টিউবলাইট’ ও ‘যব হ্যারি মেট সেজাল’-এর মতো সিনেমা ফ্লপ হওয়া সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন। এর পাশাপাশি, অক্ষয় কুমার সম্পর্কেও কিছু কথা বলেছেন তিনি।