সলমনের কৃষ্ণসার শিকার মামলা: ৬ জুলাই চূড়ান্ত শুনানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2017 06:34 PM (IST)
যোধপুর: সলমন খানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকার মামলার চূড়ান্ত শুনানি শুরু হবে ৬ জুলাই। সলমন ছাড়াও শুনানি হবে সেফ আলি খান, সোনালি বেন্দ্রে, তব্বু ও নীলমের বিরুদ্ধে। পয়লা মার্চ এই শুনানি শুরুর কথা ছিল। কিন্তু মৃত কৃষ্ণসার হরিণদের ময়নাতদন্ত যিনি করেন, সেই পশু চিকিৎসক এন পি নেপালিয়ার বিরুদ্ধে তদন্তের কাগজপত্র তখনও জমা না পড়ায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। কাগজপত্র চেয়ে সেই আবেদন আদালতে খারিজ হয়ে যাওয়ায় ৬ তারিখ থেকে শুরু হতে চলেছে এই মামলার চূড়ান্ত শুনানি। বিবাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, ওই কাগজপত্র ইতিমধ্যেই আদালতে জমা পড়েছে, নতুন করে তা চাওয়া সময় নষ্টের চেষ্টা ছাড়া কিছু নয়। পাশাপাশি অস্ত্র আইন সংক্রান্ত মামলায় সলমন নির্দোষ বলে ট্রায়াল কোর্ট যে রায় দিয়েছে, তার বিরুদ্ধে উচ্চতর আদালতের দ্বারস্থ হয়েছে রাজস্থান সরকার। জেলা দায়রা আদালতে ৬ জুলাই থেকে সেই মামলারও শুনানি। ওইদিন সলমনকে আদালতে উপস্থিত থাকতে হবে।