মুম্বই: অতীতে বহুবার ভারতের চলচ্চিত্র শিল্পীদের কটাক্ষ করেছেন পাক শিল্পীরা। কখনও মাহিরা খান তো কখনও সাবা কামার—অনেকেই বিভিন্ন সময়ে বলিউড তারকাদের আক্রমণ করেছেন। সেই তালিকায় সর্বশেষ সংযোজন রাবি পিরজানা।

সম্প্রতি, বলিউড তারকা সলমন খানকে তীব্র আক্রমণ করেন রাবি। তাঁর মতে, সলমনের ছবিগুলি বরাবর হিংসাত্মক কার্যকলাপকে উৎসাহিত করে। তিনি বলেন, বলিউডে যত ছবি মুক্তি পায়, তার অধিকাংশ অপরাধ বা অপরাধমূলক কার্যকলাপ সংক্রান্ত। বিশেষ করে সলমন খানের ছবি।

রাবির প্রশ্ন, এর মাধ্যমে যুব সম্প্রদায়কে কী শেখাতে চাইছেন চলচ্চিত্র-নির্মাতারা? পাক অভিনেত্রীর দাবি, এর ফলে সমাজে আরও অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তিনি যোগ করেন, একটা সময় ছিল যখন পাক ছবিগুলি সামাজিক ও নৈতিক বার্তা দিত। রাবির অভিযোগ, বর্তমানে, সেই জায়গায় পাকিস্তানে এখন বলিউড ছবির রমরমা।

প্রসঙ্গত, কয়েক দশক আগে পাক চলচ্চিত্রের একটা সুনাম ছিল বটে। কিন্তু, বর্তমানে তা ক্ষয়িষ্ণু। এমনকী, পাকিস্তানের মানুষই নিজেদের দেশের ছবি দেখার থেকে বলিউডি ছবি দেখতে বেশি পছন্দ করেন। ফলে, এখন ব্যবসার খাতিরে ললিউডকে (পাক ফিল্ম ইন্ডাস্ট্রিকে এই নামেই ডাকা হয়) অনেকটাই নির্ভর করতে হয় বলিউডের ওপরই।