কে পাবেন মায়ের শোবার ঘর? যুযুধান নিরূপা রায়ের দুই ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Mar 2017 01:36 PM (IST)
মুম্বই: তর্কাতীতভাবে তিনি বলিউডের বিখ্যাততম ‘মা’। সেই মায়ের শোবার ঘরের অধিকার নিয়ে আদালতে তিক্ত লড়াইয়ে নিরূপা রায়ের দুই ছেলে কিরণ ও যোগেশ। নেপিন সি রোডে নিরূপা রায়ের ৩,০০০ বর্গ ফুটের বাড়ির শোবার ঘর নিয়ে চূড়ান্ত অশান্তি চলছে তাঁর দুই ছেলের মধ্যে। দুজনেই বলছেন, ওই ঘরের সঙ্গে সেন্টিমেন্ট জড়িয়ে, তাই অধিকার ছাড়ার প্রশ্ন নেই। নেপিন সি রোডে ৩,০০০ বর্গ ফুটের বাড়ি রয়েছে নিরূপার। বাড়ির সামনে ৮,০০০ বর্গ ফুটের বাগান। ২০০৪-এ তাঁর মৃত্যুর পর থেকেই দুই ছেলের লড়াই শুরু হয় এই লোভনীয় সম্পত্তির মালিকানা নিয়ে। ২০১৫-র নভেম্বরে নিরূপার স্বামী কমল রায় মারা যান। তারপরেই অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি দখল করতে আদালতের দ্বারস্থ হন দুই ভাই। সাময়িক বোঝাপড়ায় ঠিক হয়েছে দুই ভাই দুটো করে শোয়ার ঘর পাবেন, হল, রান্নাঘর, বাগানের মত কমন এরিয়ায় দুজনেরই সমান অধিকার। এখন কিরণ ও তাঁর পরিবারের দখলে এমন একটি বেডরুম রয়েছে, যা ব্যবহার করতেন নিরূপা ও তাঁর স্বামী। দুই ভাইয়েরই দাবি, ওই বেডরুমটা তাঁদের চাই। কিরণ এ নিয়ে হাইকোর্টেও গিয়েছেন, অভিযোগ করেছেন, বাড়ির পুরো দখল নেওয়ার জন্য দাদা যোগেশ তাঁকে ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন। তাঁর দাবি, নিরূপা সব সম্পত্তি তাঁকেই দিয়ে গিয়েছেন, কমল রায়ও শেষ যে উইল করে যান, তাতে কিরণকেই মালিকানা দিয়ে গিয়েছেন ওই অ্যাপার্টমেন্টের। কিরণের অভিযোগ, বাবা মার ওপর অত্যাচার চালাতেন যোগেশ। তিনিই শেষ সময়ে পাশে ছিলেন তাঁদের। বাবার উইলে তিনিই গোটা সম্পত্তির মালিক তবে যোগেশকেও বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। শর্ত রয়েছে, তাঁরা কখনও বাবা মার বেডরুমে ঢুকতে পারবেন না। যদিও বাবা মার শোয়ার ঘরে যোগেশকে ঢুকতে না দেওয়ার আর্জি জানিয়ে কিরণের আবেদন নিম্ন আদালতে ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে। যোগেশের আবার বক্তব্য, ওই বেডরুম তাঁকেই দেওয়া হয়েছে, কিরণের তাতে কোনও অধিকার নেই। ঘরের চাবিও তাঁর কাছে বলে দাবি করেছেন তিনি।