আগে শোনা গিয়েছিল, কোনও কারণে আর বনছে না সলমন-গোবিন্দার। কিন্তু সলমনের পোস্টে পরিষ্কার, তাঁদের সম্পর্কে এখনও যথেষ্ট উষ্ণতা রয়েছে। ফের বড় পর্দায় গোবিন্দা, স্বাগত জানালেন সলমন
ABP Ananda, Web Desk | 29 Dec 2016 01:27 PM (IST)
মুম্বই: ‘কিল দিল’, ‘হ্যাপি এন্ডিং’ চলেনি। তাই এবার এক অ্যাকশন-কমেডি ফ্লিক নিয়ে আসছেন গোবিন্দা। ছবির নাম ‘আ গ্যয়া হিরো’। ছবিটি পরিচালনা করছেন দীপঙ্কর সেনাপতি, প্রযোজনা করছেন গোবিন্দা নিজেই। ছবির গল্পও তাঁর। প্রিয় বন্ধুর ফের বলিউডে পা রাখার চেষ্টাকে স্বাগত জানিয়েছেন সলমন খান। টুইটারে তিনি লিখেছেন