শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ সলমন-ক্যাটরিনার, শেয়ার করলেন ছবি
Webdesk, ABP Ananda | 09 Dec 2019 02:14 PM (IST)
বাংলাদেশের প্রধানমন্তী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সলমন খান ও ক্যাটরিনা কইফ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিবিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে গিয়েছিলেন সলমন ও ক্যাটরিনা।
মুম্বই: বাংলাদেশের প্রধানমন্তী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সলমন খান ও ক্যাটরিনা কইফ। রবিবার রাতে নিজের টুইটারে থেকে একটি ছবি শেয়ার করেন সলমন খান। ছবিতে সলমন ও ক্যাটরিনাকে দেখা যায় শেখ হাসিনার সঙ্গে। সলমন লিখেছেন, ‘বাংলাদেশের সন্মানীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি ও ক্যাটরিনা। এই সাক্ষাৎ আমাদের জন্য আনন্দ ও সন্মানের।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিবিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে গিয়েছিলেন সলমন ও ক্যাটরিনা। বর্তমানে ‘দাবাং-৩’ ছবির শ্যুটিং-এ ব্যস্ত সলমন খান। অন্যদিকে ‘সূর্যবংশী’ ছবির কাজে ব্যস্ত ক্যাটরিনা।