তিরুঅনন্তপুরম: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে হারের জন্য ফিল্ডিংকেই দায়ী করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। আট উইকেটে হেরে যাওয়ার পর তাঁর মন্তব্য, ‘আমরা যদি এত খারাপ ফিল্ডিং করি, তাহলে কোনও রানই যথেষ্ট নয়। গত দু’টি ম্যাচে আমরা খুব খারাপ ফিল্ডিং করেছি। এক ওভারে দু’টি ক্যাচ মিস হয়েছে।’


গতকাল ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পঞ্চম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে প্রথমে লেন্ডল সিমন্সের ক্যাচ মিস করেন ওয়াশিংটন সুন্দর। একই ওভারে এভিন লিউইসের ক্যাচ মিস করেন ঋষভ পন্থ। এছাড়া রবীন্দ্র জাডেজা সহ আরও কয়েকজন ফিল্ডার ওয়েস্ট ইন্ডিজকে রান উপহার দেন। সেই কারণেই ম্যাচের পর দলের ফিল্ডিং নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিরাট।

দলের ব্যাটিং নিয়েও খুব একটা খুশি নন ভারতের অধিনায়ক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা ১৬ ওভার পর্যন্ত ভাল ব্যাটিং করি। তারপর শেষ চার ওভারে মাত্র ৩০ রান ওঠে। আমাদের সেদিকে নজর দিতে হবে। শিবম দুবের ইনিংসের জন্যই আমরা ১৭০ রান করতে পেরেছি। আমরা জানতাম, পিচ থেকে স্পিনাররা সাহায্য পাবেন। সেই কারণেই আমরা শিবমকে তিন নম্বরে ব্যাটি করতে পাঠাই। আমাদের পরিকল্পনা ছিল, ও স্পিনারদের আক্রমণ করবে। সেই পরিকল্পনা কার্যকর হয়। ওয়েস্ট ইন্ডিজের কাটার দিচ্ছিলেন। গতির হেরফের হওয়ার ফলে আমরা সমস্যায় পড়ি।’