কলকাতা: এই নায়ক আর এই সঙ্গীতশিল্পীর মধ্যের মতবিরোধ কারও অজানা নয়। ২০১৪ সালে, একটি অ্যাওয়ার্ড শো থেকেই শুরু হয়েছিল সমস্যা, আর তারপরে সেই সমস্যা গড়িয়েছিল কর্মক্ষেত্রেও। নায়কের একাধিক সিনেমা থেকে বাদ পড়েছিলেন গায়ক। একটা সময়ে, প্রকাশ্যে ক্ষমা ও চেয়েছিলেন গায়ক। বলেছিলেন, তিনি নায়ককে আঘাত করতে চাননি। তবে এবার, ২০২৫ সালে সর্বসমক্ষে, নিজের ভুল স্বীকার করলেন নায়ক। তিনি বললেন, সেই গায়ক তাঁর খুব ভাল বন্ধু। তবে ভুল বোঝাবুঝিটা নাকি তাঁর দিক থেকেই হয়েছিল!
কথা হচ্ছে, সলমন খান (Salman Khan) আর অরিজিৎ সিংহ (Arijit Singh)-কে নিয়ে। কে না জানে, তাঁদের মধ্যে একটা সময়ে মনোমালিন্য হয়েছিল। এর ফলে, সলমনের সিনেমা থেকে বাদ পড়েছিল অরিজিৎ-এর গান। একটি অ্যাওয়ার্ড শো-তে করা বেফাঁস মন্তব্য নিয়ে সমস্যা শুরু হয়েছিল সলমন আর অরিজিৎ সিংহের মধ্যে। অরিজিৎ-এর বলা কথা খারাপ লাগে সলমন খানের। এরপরে সলমন তাঁকে নিজের ছবি থেকে বাদ দেন। বিশেষ করে, ‘সুলতান’ ছবির ‘জগ ঘুমেয়া’ গানটি প্রথমে গেয়েছিলেন অরিজিৎ সিংহই। পরে সেই গানটি গান, রাহত ফতেহ আলি খান। অরিজিৎ সিংহ সোশ্যাল মিডিয়ায় সর্বসমক্ষে ক্ষমা চেয়েছিলেন ওই ঘটনার জন্য। পাশাপাশি, তিনি আবেদন ও করেছিলেন, সুলতান ছবিতে তাঁর গানটি রাখা হোক। কিন্তু সেটি হয়নি।
'বিগ বস ১৯'-এর 'উইকেন্ড কা ওয়ার' পর্বে সলমনের সঙ্গে এসেছিলেন, রবি গুপ্তা। তিনি মজা করে বলেছিলেন যে তিনি সলমনের সঙ্গে দেখা করতে ভয় পান কারণ তাঁকে অরিজিতের মতো দেখতে লাগে। এই কথা শুনে সলমন বলেন, অরিজিৎ তাঁর খুব ভাল বন্ধু। তাঁদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল বটে, কিন্তু দোষটা সলমনের দিক থেকেই ছিল। এত বছর পরে, এই প্রথম অরিজিৎ সিংহের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে মুখ খুললেন সলমন খান।
ঠিক কী হয়েছিল অরিজিৎ সিংহ আর সলমনের মধ্যে? ২০১৪ সালে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চে পুরস্কার নিতে ওঠেন অরিজিৎ সিংহ। তিনি খুবই সাদামাটা পোশাক পরে এসেছিলেন। এতে সলমন মজা করে বলেন, 'ঘুমাচ্ছিলেন নাকি?' এতে অরিজিৎ পাল্টা মজা করে বলেন, 'আপনারাই তো ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।' সলমন এই কথাটা ভালভাবে নেননি। যদিও দর্শকেরা এই কথায় খুব মজা পেয়েছিলেন। এরপরেই সলমনের ছবি থেকে একের পর এক বাদ যান অরিজিৎ।