বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ১০০ বিনোদন সেলেব্রিটির তালিকায় অক্ষয়, সলমন
Web Desk, ABP Ananda | 17 Jul 2018 03:34 PM (IST)
নিউ ইয়র্ক: বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ১০০ বিনোদনকারী সেলেব্রিটির তালিকায় অক্ষয় কুমার, সলমন খান। অক্ষয় রয়েছেন ৭৬-তম স্থানে, সলমন ৮২ নম্বরে। ফর্বস পত্রিকা প্রকাশিত ওই তালিকার শীর্ষ আছেন বক্সার ফ্লয়েড মেওয়েদার। ফর্বস বলেছে, ১০০ সবচেয়ে বেশি উপার্জনকারী বিনোদনকারীর সকলের মিলিত আয় গত ১২ মাসে আগের বছরের থেকে ২২ শতাংশ বেড়ে হয়েছে ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার (কর দেওয়ার আগে)। ১১ জন সুপারস্টারের আয় ১০০ মিলিয়ন মার্কিন ডলারের সীমা ছাড়িয়ে গিয়েছে, যা গত দুটি বছরের মোট সংখ্যার দ্বিগুণের বেশি। অক্ষয়ের উপার্জন ৪০.৫ মিলিয়ন ডলার। ফর্বস বলেছে, বলিউডের প্রথম সারির তারকাদের একজনের উত্তরণ ঘটেছে সামাজিক সচেতনতার বার্তাবাহী ভূমিকায়। এক্ষেত্রে অক্ষয়ের 'টয়লেট এক প্রেম কথা', 'প্যাডম্যান'' ছবির উল্লেখ করা হয়েছে। প্রথমটিতে উন্নত স্বাস্থ্য সচেতনতা, দ্বিতীয়টিতে গ্রামীণ মহিলাদের হাতে কম দামে স্যানিটারি প্যাড দেওয়ার গুরুত্বের কথা রয়েছে। পাশাপাশি প্রায় ২০টি ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন করেও প্রচুর আয় ৫০ বছরের অক্ষয়ের। ৫২ বছরের সলমনের আয় ছিল ৩৭.৭ মিলিয়ন মার্কিন ডলার। পত্রিকাটি বলেছে, তিনি এখনও ভারতের শীর্ষ উপার্জনকারীদের মধ্যে রয়েছেন, টাইগার জিন্দা হ্যায়-এর মতো হিট ছবি দিয়ে চলেছেন, যা ভাল লাভের মুখ দেখেছে। তালিকায় সবার ওপরে থাকা মেওয়াদারের আয় হয়েছে ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার। সর্বোচ্চ উপার্জনকারীদের তালিকায় বাকিরা হলেন জর্জ ক্লুনি (দ্বিতীয়), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১০), রজার ফেডেরার (২৩), জে কে রাওলিং (৪২)।