নয়াদিল্লি: গত বছর দীপাবলিতে মুক্তি পেয়েছিল সলমন খানের নতুন ছবি 'টাইগার থ্রি' (Tiger 3)। আর এবার সেই ছবিই আসতে চলেছে ওটিটির দুনিয়ায়। টাইগার ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল চরমে। এমনকী এও শোনা গিয়েছিল যে প্রেক্ষাগৃহের মধ্যেই সলমনের অনুরাগী দর্শকরা বাজি ফাটাতে শুরু করেছিলেন। এবার সেই একই উন্মাদনা আরও বৈশ্বিক স্তরে ছড়িয়ে পড়বে ওটিটির হাত ধরে। কোন প্ল্যাটফর্মে দেখা যাবে টাইগার থ্রি? কীভাবেই বা দেখবেন জানেন কী?


জানা গিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে (Amazon Prime Video) মুক্তি পাবে 'টাইগার থ্রি' (Tiger 3)। তবে কবে তা মুক্তি পাবে এখনই স্পষ্ট করে কিছু জানা যায়নি। অ্যামাজন প্রাইম ভিডিয়োর পক্ষ থেকে সমাজমাধ্যমে 'টাইগার থ্রি'র পোস্টার শেয়ার করে লেখা হয় 'কামিং সুন'। সেই পোস্টের ক্যাপশনেই লেখা ছিল, 'আমরা কেবল এখন গর্জন শুনতে পাচ্ছি। বাঘ আসছে'।


টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'টাইগার থ্রি' নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। সলমন খান, ক্যাটরিনা কাইফের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন আর এক বলিউড নায়ক ইমরান হাশমিও। 'টাইগার থ্রি'-র শ্যুটিংয়ের জন্য রাশিয়ায় উড়ে গিয়েছিলেন সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সোশ্যাল মিডিয়ায় ভাইজানের নতুন লুক প্রকাশ হওয়া মাত্রই তা ভাইরাল হয়ে যায়। রাশিয়ায় সলমনের অনুরাগীরাও তাঁর সঙ্গে সেলফি তুলেছিলেন যা ভাইজানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।



যশ রাজ ফিল্মসের (YRF Spy Universe film) স্পাই ইউনিভার্সের অন্যতম মুখ সলমন খান (Salman Khan)। যাঁর 'এক থা টাইগার' ও 'টাইগার জ়িন্দা হ্যায়' জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। সলমন খানের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন সেই সময় কারণ, দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা টাইগার সিরিজের তৃতীয় ছবি - টাইগার থ্রি। আর সেই সিনেমার প্রচারের জন্য যশরাজ ফিল্মস বেছে নিয়েছিল ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চকে। ওয়ান ডে বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস নেটওয়ার্কের (Star Sports Network) সঙ্গে চুক্তি করে যশ রাজ ফিল্মস (YRF) ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে টাইগার থ্রি-র প্রচার সারে। একেবারে অভিনব প্রয়াস।   


আরও পড়ুন: Indian Police Force: সন্ত্রাস থামাতে আসছেন সিদ্ধার্থ, শিল্পারা, 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর ট্রেলারে চমক