‘কভি ঈদ কভি দিওয়ালি’, ২০২১-এর ঈদের নতুন ছবির ঘোষণা সলমনের
Web Deask, ABP Ananda | 10 Jan 2020 04:52 PM (IST)
প্রতি বছরই ঈদের সময় ভক্তদের নতুন ছবি উপহার দেন বলিউডের সল্লু মিঞা অর্থাৎ সলমন খান। এই বছরই আগামী বছরের ঈদের উপহারের কথা ঘোষণা করলেন সলমন। ২০২১ সালের ঈদে মুক্তি পাবে সলমনের নতুন ছবি ‘কভি ঈদ কভি দিওয়ালি’। আজ ট্যুইটারে এই খবরটি লিখে ট্যুইট করেন তিনি।
নয়াদিল্লি: প্রতি বছরই ঈদের সময় ভক্তদের নতুন ছবি উপহার দেন সলমন খান অর্থাৎ বলিউডের সল্লু মিঞা। আজ যেমন ২০২১-এর ঈদের উপহার ঘোষণা করলেন সলমন। সামনের বছরের ঈদে মুক্তি পাবে সলমনের নতুন ছবি ‘কভি ঈদ কভি দিওয়ালি’। আজ ট্যুইটারে এটা জানান তিনি। সামনের বছরের ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। শাজিদ নাদিয়াদওয়ালা ছবিটির প্রযোজনা করছেন। নতুন ছবির খবর জানিয়ে সলমন লেখেন, '২০২১-এর ঈদে মুক্তি পাচ্ছে শাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও ফারহাদ সামজি পরিচালিত ‘কভি ঈদ কভি দিওয়ালি’।' আপাতত দাবাং-৩ ছবির সাফল্য উপভোগ করছেন ৫৪ বছরের এই অভিনেতা। এই বছর ঈদে মুক্তি পাচ্ছে সলমন খানের নতুন ছবি ‘রাধে- ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। এই ছবিটি পরিচালনা করছেন প্রভু দেবা। সলমন খান প্রোডাকশান ও রিল ফিল্ম প্রোডাকশান থেকে যুগ্মভাবে মুক্তি পাবে এই ছবিটি।