রামপুরের সাংসদ আজমের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর ছেলে আবদুল্লার বার্থ সার্টিফিকেট জাল করেন। ওই সার্টিফিকেটের সাহায্যে আবদুল্লা সুয়ার বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, জিতেওছিলেন। সেই নির্বাচন বাতিল করে দিয়েছে এলাহাবাদ হাই কোর্ট। এছাড়া আরও দুটি মামলায় তাঁদের ২০ তারিখ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাড়িতে নোটিস সাঁটার পাশাপাশি তাঁদের পলাতক হওয়ার কথা জনসমক্ষে ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজম ও তাঁর স্ত্রী তানজিন ছেলের দুটি জাল বার্থ সার্টিফিকেট বার করেছেন বলে গত বছর ৩ জানুয়ারি বিজেপি নেতা আকাশ সাক্সেনা থানায় অভিযোগ করেন। একটি সার্টিফিকেট লখনউ থেকে, অন্যটি রামপুর থেকে। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে গঞ্জ কোতয়ালি পুলিশ। ২০১৭-য় সুয়ার কেন্দ্রের বিধায়ক হিসেবে আবদুল্লার নির্বাচন এরপরই খারিজ করে দেয় হাইকোর্ট। প্রমাণিত হয়, ভোটে লড়ার আইনি বয়স তখন তাঁর হয়নি।