ড্রাইভারের ছেলের বিয়েতে হাজির হলেন সলমন খান
Web Desk, ABP Ananda | 01 Feb 2017 02:16 PM (IST)
মুম্বই: বারবার বিতর্কে যেমন জড়ান, তেমনই মানবিকতারও পরিচয় দেন সলমন খান। ড্রাইভারের ছেলের বিয়েতে হাজির হয়ে তিনি বুঝিয়ে দিলেন, রুপোলি পর্দার তারকা হওয়া সত্ত্বেও তিনি ব্যক্তিগত সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ড্রাইভার অশোক সিংহের ছেলের বিয়েতে সলমন ছাড়াও হাজির ছিলেন তাঁর আসন্ন ছবি ‘টিউবলাইট’-এর সহ-অভিনেতারা। তাঁরা খোশমেজাজেই ছিলেন। একসঙ্গে ছবিও তোলেন সবাই। তবে বলিউডের একটি অংশ বলছে, সলমন কোনও কারণ ছাড়া ড্রাইভারের ছেলের বিয়েতে হাজির হননি। আদালতে এখনও তাঁর বিরুদ্ধে মামলা ঝুলে আছে। সাজা এড়ানোর জন্য ড্রাইভারদের উপর নির্ভর করে আছেন সলমন। সেই কারণেই তিনি ড্রাইভারের ছেলের বিয়েতে হাজির হয়েছিলেন।