মুম্বই: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ইউলিয়া ভান্তুর নাকি এখন সলমন খানের (Salman Khan) জীবনে অতীত। পরিবর্তে তিনি নাকি এখন সম্পর্কে রয়েছেন অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে। যদিও প্রতিবারের মতো এবারও সম্পর্কের কথা মোটেই স্বীকার করেননি বলিউডের ভাইজান। তবে, সাম্প্রতিক যে ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, তাতে জল্পনা আরও বাড়ল। পূজা হেগড়ের (Pooja Hegde) ভাইয়ের বিয়েতে দেথা গেল তাঁকে।
অভিনেত্রী পূজা হেগড়ের ভাইয়ের বিয়েতে হাজির সলমন খান-
সম্প্রতি নেট দুনিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, দক্ষিণী এবং বলিউড ছবির জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ের ভাইয়ের বিয়েতে উপস্থিত হয়েছেন সলমন খান। কালো পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। ক্যামেরায় পোজও দিয়েছেন অভিনেতা। অন্যদিকে, ভাইয়ের বিয়েতে পার্পল রঙের লেহেঙ্গাতে সেজেছিলেন পূজা হেগড়ে। একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সলমন খানের 'হম সাথ সাথ হ্যায়' ছবির গান 'ছোটে ছোটে ভাইওকে বড়ে ভাইয়া' গানে নাচছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়েতে সাজের একাধিক ছবিও পোস্ট করেছেন পূজা। এছাড়াও ভাইয়ের বিয়ের একাধিক ছবিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন - Orhan Awatramani: স্টার কিডদের 'ঘনিষ্ঠ' বন্ধু! কে এই অরি?
প্রসঙ্গত, পূজা হেগড়েকে শীঘ্রই দেখা যাবে সলমন খানের আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে। এই ছবিতে বলিউড সুপারস্টারের বিপরীতে রয়েছেন পূজা। এছাড়াও এই ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে শেহনাজ গিলের। শোনা যাচ্ছে, 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির সেট থেকেই নাকি শুরু হয়েছে পূজা ও সলমনের সম্পর্ক।