লাদাখে শুরু সলমনের আগামী সিনেমা 'টিউবলাইট'-এর শ্যুটিং
ABP Ananda, web desk | 28 Jul 2016 10:25 AM (IST)
লে: সলমন খানের আগামী সিনেমা 'টিউবলাইট'-এর শ্যুটিং শুরু হল। জম্মু ও কাশ্মীরের লাদাখে কবির খান পরিচালিত এই সিনেমার শ্যুটিং শুরু হয়েছে। সলমন-কবীর জুটির এটি তৃতীয় ছবি। অ্যাকশন-রোমান্স 'এক থা টাইগার' ছিল তাঁদের প্রথম ছবি। ২০১৫-তে 'বজরঙ্গি ভাইজান' ছবির দুরন্ত সাফল্যের পর ফের কবীর খানের ছবিতে দেখা যাবে সলমনকে। কবীর খান 'টিউবলাইট' সম্পর্কে গতকাল ট্যুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। তাঁর ট্যুইট, ‘টিউবলাইট-এর শ্যুটিং আগামীকাল থেকে এখানে শুরু হচ্ছে....#লাদাখ। ২০০ কলাকুশলী ও কর্মী রয়েছেন এবং কাজ শুরু করতে তৈরি..’। ৫০ বছরের সলমন এই ছবিতে এক অপরিণতমনস্কর চরিত্রে অভিনয় করছেন বলে খবর। পরিচালক জানিয়েছেন যে, অল্পবিস্তর রাজনৈতিক প্রেক্ষাপটে আবেগ, হাস্যরসের মিশেল থাকছে সিনেমায়। সলমনের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। আগামী বছরের ইদে এই সিনেমা মুক্তি পাবে।