জন্মদিনে সলমনের নিমন্ত্রণ মাত্র ২০০ জনকে, হাজির তিন হাজার!
এই অনুষ্ঠানে হাজির ছিলেন কবীর খান, সুশান্ত সিংহ রাজপুত, প্রীতি জিন্টা, বিপাশা বসু, জারিন খান, দিনো মির্জা, হীমেশ রেশমাইয়া, আমিষা পটেলের মতো একঝাঁক বলিউড তারকা।
এত অবশ্য আদৌ বিরক্তি নন খান পরিবার। খুবই অতিথিবত্সল হিসেবে পরিচিত খান পরিবার সাদর অভ্যর্থনা জানিয়েছেন অতিথিদের। ফার্মহাউসের বাইরে দাঁড়িয়ে থাকা অনুরাগীদেরও হতাশ করেননি সলমন। তাঁদেরও শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা। সাংবাদিকদের তিনি বলেছেন, আশা করি, সামনের বছরটা এই বছরের চেয়েও ভালো কাটবে।
বলিউডের ‘সুলতান’ এখন খুবই ব্যস্ত। কবীর খান পরিচালিত আগামী ছবি ‘টিউবলাইট’-এর শ্যুটিং এবং জনপ্রিয় রিয়েলটি শো-র জন্য দম ফেলবার ফুরসত্ নেই সল্লু মিঞার। এরমধ্যে চলে এল জন্মদিন। এ বছরটা দারুন কেটেছে সলমন খানের। তাঁর ‘সুলতান’ সিনেমা বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে। সিনেমাটি সমালোচক মহলের প্রশংসা আদায় করে নিয়েছে।
কিন্তু বিলাসবহুল ফার্মহাউসের দরজা খোলার পর থেকেই অতিথিদের আসা শুরু হয়। কয়েক মিনিটের মধ্যে পুরো ফার্মহাউস ভরে যায়। ২০০-র জায়গায় অতিথির সংখ্যা গিয়ে পৌঁছয় তিন হাজারে!
কালো শার্ট ও ধূসর ট্রাউজার পরেছিলেন সলমন। বিইং হিউম্যান লেখা চকোলেট কেক কাটলেন ভাগ্নে আহিলকে কোলে নিয়ে। পাশে তখন দাঁড়িয়ে ছিলেন বোন অর্পিতা।
মহা ব্যস্ততার মধ্যেও ভাইজানের জন্মদিন পালনের জন্য পানভেলে তাঁর ফার্মহাউসে এক সপ্তাহজুড়ে পার্টি চলছিল। আজ তাঁর জন্মদিন। সলমন চেয়েছিলেন, জন্মদিনটা একেবারেই ঘনিষ্টদের সঙ্গে কাটাতে। এজন্য মাত্র ২০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল।