মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মর্মান্তিক আত্মহত্যার পর ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের অভিযোগ আরও একবার জোরাল হয়েছে। নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েছেন বলিউডের প্রথমসারির কয়েকজন ব্যক্তিত্ব। এরইমধ্যে মুখ খুললেন সলমন খান।  ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষন, পক্ষপাতিত্ব ও কোণঠাসা করে তোলার মতো হ্যাশট্যাগের প্লাবন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। আর এই অভিযোগ থেকে রেহাই পাননি সলমন খানও। এমন পরিস্থিতিতে সলমন তাঁর অনুরাগীদের সুশান্তের অনুরাগীদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন।

'দাবাং' তারকা সুশান্তর অনুরাগীদের কড়া প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ না হয়ে তাঁদের দুঃখ-শোকের শরিক হওয়ার আর্জি জানিয়েছেন তাঁর অনুরাগীদের।



সুশান্তর প্রয়াণে শোক ব্যক্ত করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হয় সলমনকে।  কয়েকজন অনুরাগী সলমনের সমালোচনামূলক মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে তাঁকে নিশানা করেন। সুশান্তের শহর পটনায় তাঁর অনুরাগীরা সলমনের ব্র্যান্ড বিইং হিউম্যান স্টোরের সামনে বিক্ষোভও প্রদর্শন করেছেন।

ইতিমধ্যেই  নেতিবাচকতা থেকে দূরত্ব বাড়াতে মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার ছেড়েছেন সলমনের সহ অভিনেত্রী সোনাক্ষী সিনহা, সাকিব সেলিম ও তাঁর বোনের স্বামী আয়ুষ শর্মা। এরইমধ্যে সলমন তাঁর অনুরাগীদের সুশান্ত সিং রাজপুতের পরিবার ও অনুরাগীদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়ে টুইট করলেন।

সোনাক্ষী লিখেছেন, মানসিক শান্তি অক্ষুন্ন রাখার প্রথম পদক্ষেপ হল নেতিবাচকতা থেকে দূরে থাকা।  এই বার্তা দিয়ে তিনি তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার কথা জানিয়েছেন।