মুম্বই: ফের বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউড সুপারস্টার সলমন খান। ‘সুলতান’ মুক্তির আগে তাঁর মন্তব্য ঘিরে এখন ঝড় বলিউডে। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে সলমন মন্তব্য করেন ‘‘শ্যুটিংয়ের পর কুস্তির আখড়া থেকে বেরোনোর সময় আমার নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হতো। আমি সোজা হয়ে হাঁটতেও পারতাম না।’’ সলমনের এই মন্তব্যেই বির্তকের সূত্রপাত। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতেও সলমনের এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন অনেকেই।

প্রসঙ্গত, সলমন খান এইমুহূর্তে তাঁর আগামী ছবি সুলতান নিয়ে ব্যস্ত। একদিন এইরকমই এক কঠিন শ্যুটিং শিডিউল শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হন সলমন। সেখানেই ছবি সংক্রান্ত না না প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করা মোটেই সহজ কাজ নয়। তিনি জানান, প্রতিদিন ১২০ কিলো ওজনের একজন মানুষকে অন্তত দশবার দশ রকম ক্যামেরার অ্যাঙ্গেলের জন্যে তাঁকে কাঁধে নিতে হত। তারপর যখন রিং থেকে বেরোতাম তখন মনে হত, তিনি যেন একজন ধর্ষিতা মহিলা। এরপরই শুরু হয়ে যায় টুইটার ঝড়।

কয়েকজন টুইটারাইদের প্রতিক্রিয়া দেখুন,

 


 






If @BeingSalmanKhan's "felt like a raped woman" is a publicity stunt for #Sultan, @yrf seriously needs to rethink their casting henceforth.

— कमलाबाई सोनटक्के (@WannabeSanyasin) June 21, 2016

 


তবে এক সূত্রের তরফে দাবি করা হয়েছে, সলমন সেই সাক্ষাৎকারেই এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই বলেন, তাঁর ধর্ষিতা মহিলার সঙ্গে নিজেকে তুলনা করা ঠিক হয়নি।