মুম্বই: বেশ কিছুদিন ধরেই সলমন খানের (Salman Khan) 'কভি ইদ কভি দিওয়ালি' (Kabhi Eid Kabhi Diwali) ছবি কবে মুক্তি পাবে, তা নিয়ে নানা জল্পনা চলছি। অবশেষে জানা গেল বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির দিন। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির মুক্তির দিন ঘোষণা করলেন।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ 'কভি ইদ কভি দিওয়ালি' ছবির মুক্তির দিন ঘোষণা করে পোস্ট করেছেন। ব্রেকিং নিউজ বলে তিনি লিখেছেন, 'এক্সক্লুসিভ। সলমন খান, সাজিদ নাদিয়াদওয়ালা আসছেন ২০২৩-এর ইদে। পরিচালক ফারহাদ সাজমির ছবি 'কভি ইদ কভি দিওয়ালি' মুক্তি পাবে ২০২৩-এর ইদে। মুখ্য চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন সলমন খান এবং পূজা হেগড়ে।' 'কভি ইদ কভি দিওয়ালি' ছবির মাধ্যমে প্রথমবার পর্দায় সলমন খান ও পূজা হেগড়ের (Puja Hegde) জুটিকে দেখতে পাবেন দর্শক। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই ছবির শ্যুটিং শুরু হবে।
আরও পড়ুন - Lata Mangeshkar: কেন একবার ফিল্মফেয়ার পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন লতা মঙ্গেশকর?
বিভিন্ন সূত্রে খবর, 'টাইগার থ্রি' (Tiger 3) ছবির বাকি অংশের শ্যুটিং খুব শীঘ্রই শুরু করবেন সলমন খান। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। বিদেশের বিভিন্ন লোকেশনে ছবির শ্যুটিং শেষ হয়ে গেলেও কিছু অংশের শ্যুটিং এখনও বাকি রয়েছে। যা আগামী ভ্যালেন্টাইন্স ডে-তে হওয়ার কথা।
সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে শেষবার সলমন খান কাজ করেছেন 'কিক' ছবিতে। এই ছবিটিও মুক্তি পায়ে পবিত্র ইদে। বক্স অফিসে ভালো ব্যবসা করে 'কিক'। নির্মাতারা আশা করছেন সলমন-সাজিদ জুটির এই ছবিও বক্স অফিসে ভালো প্রভাব ফেলবে। যদিও ঠিক কবে এই ছবির শ্যুটিং শুরু হবে সেই প্রসঙ্গে সলমন খান কিংবা নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি।