মুম্বই: বলিউডের সুপারস্টার সলমন খানের আগামী সিনেমা ‘ভারত’-এর জন্য অধীর অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা। ‘দাবাং’ খানের অনুরাগীর সংখ্যা প্রচুর। কিন্তু ভারত সিনেমার মুক্তির আগে সলমনের এক অনুরাগী যা করলেন, তা সকলের চোখ কপালে তুলেছে। ওই অনুরাগী ‘ভারত’ সিনেমার মুক্তির প্রথম দিনের প্রথম শো দেখার জন্য নাসিকের পুরো একটি সিনেমা হলই বুক করে ফেলেছেন।সলমনের ওই অনুরাগীর নাম আশিষ সিংঘল।
‘ভারত’ সিনেমায় সলমনকে এক তরুণ সার্কাস চ্যাম্পিয়ন থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধর ভূমিকা সহ ভিন্ন ভিন্ন ছয়টি লুকে দেখা যাবে।
সিনেমায় সলমন, ক্যাটরিনা কাইফ, তব্বু, দিশা পটানি, সুনীল গ্রোভার এবং জ্যাকি শ্রফের মতো তারকাদের দেখা যাবে। সিনেমায় ছয় দশকজুড়ে এক ব্যক্তির জীবনের যাত্রা তুলে ধরা হবে।
আগামী ৫ জুন সিনেমা মুক্তি পাবে।