মুম্বই: মধ্যরাতেই ওয়ার্কআউট! শার্টলেস ছবি পোস্ট করে ফের ফ্যানেদের তাক লাগালেন সলমন। জিম করার ফাঁকে ফোনে ব্যস্ত সলমন। সেই ছবিই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। রইল ওয়ার্কআউটের ভিডিও ও।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি নিজের ছবি পোস্ট করেছেন সলমন। ছবিতে তাঁর গায়ে কোনও শার্ট নেই। বরং তাঁর টি শার্টটি তাঁর মাথায় পাগড়ির মতো করে বাঁধা। তাঁর পানভেলের ফার্মহাউজ থেকে ছবিটি পোস্ট করে সলমন লেখেন,  'এইমাত্র ওয়ার্কআউট শেষ করলাম।' সাধারণ এই ছবিতে স্পষ্ট সলমনের সিক্স প্যাক।

ছবিটি কয়েক ঘণ্টার মধ্যেই ৭ লক্ষেরও বেশি মানুষ লাইক করেন। ছবির কমেন্টে অনেকে লেখেন, 'ফিটনেস সবার প্রথমে আসে'। কেউ লেখেন, 'আপনার মোটিভেশন কী?'  আবার অনেকে লেখেন, 'আপনার মতো ফিটনেস পাওয়ার কোনও টিপস কী দিতে পারেন'?



এর আগে সলমনের একটি ভিডিও শেয়ার করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। করোনা পরিস্থিতিতে সলমনের পালভেলের ফার্মহাউজেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। মহারাষ্টের বুকে নিসর্গ আছড়ে পড়ার পর সেই ফার্মহাউজে সলমনের কাজ করার ছবি শেয়ার করেছিলেন জ্যাকলিন। এছাড়া সলমনের ওয়ার্কআউটের ছবিও শেয়ার করেছিলেন জ্যাকলিন।

কোয়ারেন্টিনে ওয়ার্কআউট ও মিউজিক ভিডিও করে নিজেকে ব্যস্ত রাখছেন সলমন। সম্প্রতি জ্যাকলিনের সঙ্গে 'তেরে বিনা' গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই পোস্ট করেন ওয়ার্কআউটের ছবিও।