মন্দারমণি: মন্দারমণিতে যে বিশালাকৃতি সামুদ্রিক প্রাণীর দেহ ভেসে এসেছে, তা সম্ভবত নীল তিমির একটি প্রজাতি। মনে করছে বন দফতর।
বঙ্গোপসাগরে তিমি পাওয়া যায় না, তারা থাকে ভারত মহাসাগরে, গভীর সমুদ্রে। বঙ্গোপসাগরে জলের যে তাপমাত্রা ও মান, তাতে এখানে তিমি থাকে না। কিন্তু মন্দারমণির তীরে ভেসে ওঠা এই প্রাণীটিকে প্রাথমিকভাবে নীল তিমি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিছুদিন আগে উমপুন ঘূর্ণিঝড় হয়েছে, তার ফলে তিমিটি পথ হারিয়ে এখানে চলে আসতে পারে। দ্বিতীয়ত তাঁদের প্রশ্ন, প্রাণীটির মৃত্যু হল কী করে। এখন জাহাজ চলাচল খুব কম হচ্ছে, ফলে জাহাজের ধাক্কায় এর মৃত্যুর আশঙ্কা প্রায় নেই।
এই মুহূর্তে মন্দারমণিতে জোয়ার এসেছে, প্রাণীটি যেখানে, তা ঢাকা পড়ে গিয়েছে জোয়ারের জলে। তবে এর ফলে সমুদ্রের দিকে নয়, পাড়ের কাছেই আরও ঠেলে আসছে সে। ময়নাতদন্ত হলে তবে জানা যাবে, কীভাবে তার মৃত্যু হল।
বঙ্গোপসাগরে নীল তিমি? কীভাবে হল মৃত্যু? উঠছে অনেক প্রশ্ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2020 12:48 PM (IST)
এই মুহূর্তে মন্দারমণিতে জোয়ার এসেছে, প্রাণীটি যেখানে, তা ঢাকা পড়ে গিয়েছে জোয়ারের জলে। তবে এর ফলে সমুদ্রের দিকে নয়, পাড়ের কাছেই আরও ঠেলে আসছে সে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -