ব্যক্তিগত তথ্য ফাঁস ও পরিবারের থেকে দূরে সরানোর চেষ্টায় তিন দেহরক্ষী ও ম্যানেজারকে বহিষ্কার করলেন সলমন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Apr 2017 12:21 PM (IST)
মুম্বই: সলমন খান যেমন দিল দরিয়া মানুষ, তেমন তিনি যে কঠিন হলে, তাঁর থেকে কঠোর মানুষ আর কেউ হন না তার একাধিক প্রমাণ আগে পাওয়া গেছে। তিনি যেমন বহু নবাগতা নায়ক-নায়িকার কেরিয়ার তৈরি করেছেন, তেমন শেষও করে দিয়েছেন বহু লোকের স্বপ্ন। সলমন এবং গায়ক অরিজিত সিংহের মধ্যে ঘটে যাওয়া মনোমালিন্যের ঘটনার কথা সকলেরই জানা। এবার ভাইজানের রোষে পড়লেন তাঁর তিন দেহরক্ষী এবং ম্যানেজার। সূত্রের খবর সম্প্রতি নিজের তিন দেহরক্ষীকে কাজ থেকে বহিষ্কার করেছেন সলমন, কারণ তাঁরা অভিনেতার বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিচ্ছিলেন। সলমনের গতিবিধি, তিনি কী করবেন, সবকিছুই সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দিচ্ছিলেন ওই তিন দেহরক্ষী। তবে তারমধ্যে সলমনের বিশ্বস্ত দেহরক্ষী শেরা নেই। তবে শুধু দেহরক্ষী নয়, নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করায় সলমন তাঁর ম্যানেজার রেশমা শেঠ্ঠিকেও কাজ থেকে বহিষ্কার করেছেন। রেশমা সোহেল খানকেও সলমনের সঙ্গে কাজের জন্যে তারিখ দিচ্ছিলেন না। এর থেকেই বোঝা গেল ভাইজান যদি কারও ওপর একবার রুষ্ট হন, তাঁর কপালে দুঃখ অনিবার্য। সেটা সলমনের সহঅভিনেতা, গায়কও হতে পারেন, আবার অভিনেতার নিজের কর্মচারীও।