মুম্বই: অভিনেতা সলমন খানের (Salman Khan) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এবার একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। জানা গিয়েছে, এই হামলার ছক কষা হয়েছিল সুদূর আমেরিকায়। এই ঘটনার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে মুম্বই পুলিশ (Mumbai Police)।
শুধু তাই নয়, মেগাস্টারের বাড়িতে হামলা চালানোর ছক প্রায় ১ মাস ধরে কষা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। এর মধ্যেই ঘটনায় তদন্তভার নিয়েছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
পুলিশ সূত্রে খবর, যে মোটর বাইকে করে এসে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা, সেটির রেজিস্ট্রেশন মহারাষ্ট্রের পানভেলের। সলমন খানের ফার্ম হাউসও পানভেলে। সূত্রের খবর, মোটর বাইকটির মালিকের তথ্য সংগ্রহ করছে পুলিশ। সেটি চুরি হয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। গুলি চালানোর পর মাউন্ট মেরি চার্চের কাছে মোটর বাইকটি ফেলে পালায় দুষ্কৃতীরা। তারা মুম্বই শহরের বাইরে চলে গিয়ে থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ।
অভিনেতার বাড়ির নিরাপত্তারক্ষীদের বয়ানের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু করে বান্দ্রা থানার পুলিশ। এবার ঘটনায় তদন্তভার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হল।
এদিকে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই সোশাল মিডিয়ায় সলমনের উদ্দেশ্যে একটি হুমকি পোস্ট দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে। দায় স্বীকারকারী ফেসবুক পেজের আইপি ঠিকানাটি কানাডায় পাওয়া গেছে। ফেসবুক পোস্টটি তৈরি করার জন্য একটি ভিপিএন ব্যবহার করা হয়েছে কিনা তা পুলিশ তদন্ত করছে, এমনটাই জানা গিয়েছে সংবাদসংস্থা এনডিটিভি সূত্রে।
আরও পড়ুন, দাগী আসামি ! খুন, ডাকাতি সহ একাধিক অপরাধে নাম জড়িয়ে সলমনের বাড়ির সামনে গুলি চালানো দুষ্কৃতীর
এদিকে, ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সলমন খানকে ফোন করে কথা বলেছেন তাঁর সঙ্গে। সলমন খান ওয়াই ক্যাটেগরির পুলিশি নিরাপত্তা পান। ব্যক্তিগত বন্দুকের লাইসেন্সও রয়েছে তাঁর। তবে এই ঘটনার পর সলমনের নিরাপত্তা আরও জোরদার করার বিষয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে