Realme P1 5G Series: রিয়েলমি ভারতে লঞ্চ করেছে পি১ ৫জি সিরিজের (Realme P1 5G Series) দু'টি ফোন। রিয়েলমি পি১ ৫জি (Realme P1 5G) এবং রিয়েলমি পি১ প্রো ৫জি (Realme P1 Pro 5G) - এই দু'টি ফোন লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, এই দুই ফোন হল বাজেট রেঞ্জের ৫জি স্মার্টফোন (Budget Range 5G Phone)। এবার দেখে নেওয়া যাক রিয়েলমি পি১ ৫জি সিরিজের এই দুই ফোনের দাম।
রিয়েলমি পি১ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৬,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে শুরু হয়েছে আর্লি বার্ড সেল। তার ফলে এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট কেনা যাবে ১৪,৯৯৯ টাকায়। আর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশন কেনা যাবে ১৬,৯৯৯ টাকায়। অর্থাৎ আর্লি বার্ড সেলে ক্রেতারা ২০০০ টাকা ছাড় পেয়েছে। আজ সন্ধে ৬টা থেকে ৮টার মধ্যে রিয়েলমি পি১ ৫জি ফোন কেনা যাবে আর্লি বার্ড সেলে।
রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২২,৯৯৯ টাকা। আর্লি বার্ড সেল রয়েছে এই ফোনের ক্ষেত্রেও। বিশেষ ছাড়ের মাধ্যমে এই ফোন রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। এক্ষেত্রেও ক্রেতারা ২০০০ টাকা করে ছাড় পাবেন। তার ফলে রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ১৯,৯৯৯ টাকায়। অন্যদিকে এই ফোনেরই ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ২০,৯৯৯ টাকায়। আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং এসবিআইয়ের কার্ডে ফোন কেনাকাটায় আরও ২০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। আগামী ২২ এপ্রিল সন্ধে ৬টা থেকে ৮টার মধ্যেই এই আর্লি বার্ড সেলে রিয়েলমি পি১ প্রো ৫জি ফোন কেনা যাবে।
আরও পড়ুন- এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকবে ভিভো টি৩এক্স ৫জি ফোনে, এই মডেল হতে চলেছে 'স্লিমেস্ট ফোন'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।