শোনা যাচ্ছে, এই ছবিতে ৬০ বছর সময় তুলে ধরা হয়েছে। সলমনের লুক পাঁচটি, এই পোস্টার তারই অন্যতম। এ বছর ইদের সময় মুক্তি পাবে ছবিটি। বয়স বেড়েছে সলমনেরও, দেখুন ভারত ছবির পোস্টার
ABP Ananda, Web Desk | 15 Apr 2019 12:27 PM (IST)
মুক্তি পেল সলমন খানের নয়া ছবি ভারত-এর পোস্টার। এতে সলমনকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন রূপে।
মুম্বই: রেস ৩ চলেনি। সলমন খান এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ভারত নিয়ে। ভারত-এর শ্যুটিং শেষ। এবার মুক্তি পেল ছবিরিটর প্রথম পোস্টার। ভারত-এ সলমনের বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ। আছেন দিশা পাটানিও। পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। ২৪ তারিখ মুক্তি পাবে ছবির ট্রেলার। তার আগে মুক্তি পেল সলমনের ফার্স্ট লুক দিয়ে ছবির প্রথম পোস্টার। এতে দেখা যাচ্ছে, সাল্লুভাই অবশেষে বৃদ্ধ হয়েছেন।