Salman Khan issued weapon licence : ব্যক্তিগত সুরক্ষার (self-protection) জন্য নিজের কাছে বন্দুক রাখার লাইসেন্স পেলেন সলমন খান। কিছুদিন আগেই মুম্বই পুলিশের কাছে 'আর্মস লাইসেন্স' এর জন্য আবেদন জানিয়েছিলেন সলমন। মুম্বই পুলিশ তার আবেদন (gun licence ) মঞ্জুর করেছে।জানা গিয়েছে, অভিনেতা বন্দুকের লাইসেন্সের জন্য শীর্ষ পুলিশ বিবেক ফাঁসালকারের সাথে দেখা করতে গত মাসের শেষের দিকে মুম্বই পুলিশ সদর দফতরে যান। তিনি নিজেকে এবং তাঁর পরিবারকে রক্ষা করার জন্য একটি বন্দুক রাখতে চান , সূত্রের খবর।এর জন্য পুলিশের সদর দফতরে তিনি যান। তারপর নিয়মমাফিক physical verification ও করান। এটি বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করার একটি বাধ্যতামূলক পদক্ষেপ।
রাইফেল কিনেছিলেন দুষ্কৃতী : সূত্রের খবর, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমনকে হত্যার জন্য দূরপাল্লার রাইফেল কিনেছিলেন বলেও জেরায় স্বীকার করেছেন। এই পরিস্থিতিতেই ব্যক্তিগত নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সলমন নিজের কাছে বন্দুক রাখার জন্য লাইসেন্সের আবেদন করেছিলেন মুম্বই পুলিশের কাছে।