‘দাবাং ৩’ সিনেমার সহ অভিনেতাকে মহার্ঘ গাড়ি উপহার সলমনের
ABP Ananda web desk | 08 Jan 2020 07:19 PM (IST)
বলিউড তারকা সলমন খান তাঁর ‘দাবাং ৩’ সিনেমার সহ অভিনেতা কিচ্চা সুদীপকে উপহার দিলেন একটি বিলাসবহুল গাড়ি। গাড়িটির দাম ১ কোটি টাকা।
মুম্বই: বলিউড তারকা সলমন খান তাঁর ‘দাবাং ৩’ সিনেমার সহ অভিনেতা কিচ্চা সুদীপকে উপহার দিলেন একটি বিলাসবহুল গাড়ি। গাড়িটির দাম ১ কোটি টাকা। বক্স অফিসে ‘দাবাং ৩’ সিনেমা সাফল্য পাওয়ার পর সহ অভিনেতাকে এই উপহার বলিউডের ‘ভাইজানে’র। সুদীপ ‘দাবাং’ সিকোয়েলের তৃতীয় পর্বে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। ইনস্টাগ্রামে নতুন ও গাড়ির সঙ্গে সলমনের ছবি শেয়ার করেছেন সুদীপ। বলেছেন, ভারত সিনেমার অভিনেতার সঙ্গে কাজ করাটা একটা সম্মানের বিষয়। ক্যাপশনে লিখেছেন, ভালো কাজ করলে সবসময় ভালোই হয়। সুদীপ জানিয়েছেন, সলমন নিজেই তাঁর বাড়িতে ওই উপহার নিয়ে পৌঁছে চমক দেন। ‘দাবাং ৩’ সিনেমার পরিচালনা করেছেন প্রভুদেবা। সোনাক্ষী সিনহা ও সাই মঞ্জরেকরও এই সিনেমায় অভিনয় করেছেন।