সিডনি:আফগানিস্তানের বোলিং আক্রমণের মূল স্তম্ভ লেগ স্পিনার রশিদ খান বল হাতে ফের ভেল্কি দেখালেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে কেন তাঁকে অন্যতম সেরা স্পিনার বলা হয়, তার আরও একবার প্রমাণ দিলেন তিনি। বুধবার বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের ম্যাচে টি ২০ ক্রিকেটে তাঁর তৃতীয় হ্যাটট্রিক করলেন রশিদ খান।
এই তারকা স্পিনার ১১ তম ওভারের পঞ্চম বলে সিক্সার্সের অধিনায়ক জেমস ভিন্স (২৭)কে আউট করেন। এর পরের বলে রশিদ খান ফেরান ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান জ্যাক এডওয়ার্ডসকে। তিনি কোনও রান করতে পারেননি। পরের ওভারে বল করতে এসে প্রথম বলেই জর্ডন সিল্ক (১৬) ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রশিদ খান।


রশিদ খান আউট করেন সিক্সার্সের ড্যানিয়েল হিউজ (১৭)কেও। ম্যাচের ২২ রানে চার উইকেট নেন রশিদ খান।



আইসিসি-র টি ২০ বোলারদের ক্রমতালিকায় বর্তমানে পয়লা নম্বরে রয়েছেন রশিদ খান। ২০০ টি ২০ ম্যাচে ২৮৪ উইকেট নিয়েছেন তিনি। টি ২০ আন্তর্জাতিকে ৪৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৮৪ উইকেট।
টসে হেরে ব্যাট করতে নেমে স্ট্রাইকার্স ১৯.৪ ওভারে ১৩৫ রানে অল আউট হয়ে যায়। রশিদ খানের দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও তারা ম্যাচ জিততে পারেনি। দুই উইকেটে জয়ী হয় সিক্সার্স।