মুম্বই: ছবির নাম ‘টাইগার জিন্দা হ্যায়’। ২০১২-র সুপার ডুপার হিট ‘এক থা টাইগার’-এর সিকোয়েল। আর এই ছবিতে কাজ করার জন্য রোগা হচ্ছেন সলমন খান।

আগামী বড়দিনে মুক্তি পাবে ‘টাইগার জিন্দা হ্যায়’। পরিচালক সুলতান নির্মাতা আলি আব্বাস জাফর।

শোনা যাচ্ছে, এই ছবির জন্য ওজন ঝরাতে নিয়মিত ওয়ার্ক আউট করছেন সলমন। খাওয়াদাওয়াও চলছে স্পেশাল ডায়েট মেনে।

বান্দ্রার একটি রেস্তোঁরায় নাকি নিয়মিত যান সলমন। সেখানকার শেফকে তিনি অনুরোধ করেছেন, যখনই আসবেন, তখন তাঁর জন্য বিশেষ একটি কম ক্যালরির চিকেনের প্রিপারেশন তৈরি রাখতে।