মুম্বই: হুমকি চিঠি পাওয়া সংক্রান্ত ঘটনায় মুম্বই পুলিশের কাছে বয়ান রেকর্ড করলেন সলমন খান। তিনি জানালেন, কোনওরকম হুমকি ফোন পাননি তিনি। এমনকি তাঁর সঙ্গে কারও শত্রুতা আছে এমন কোনও সম্ভাবনার কথাও অস্বীকার করেন তিনি।
সদ্য হুমকি চিঠি পেয়েছেন সলমন খান (Salman Khan) ও সেলিম খান (Selim Khan)। মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর, যে জায়গায় চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতর্ভ্রমণের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম। সকাল সাড়ে ৭টা ৮টার মধ্যে এই চিঠিটি উদ্ধার হয়। বান্দ্রা পুলিশ অজ্ঞাতপরিচয়দের নামে এফআইআর রুজু করেছে। তবে এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালেও হুমকি চিঠি পেয়েছিলেন সলমন। সেই হুমকি চিঠির নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
আরও পড়ুন: Roddur Roy Arrested: রোদ্দুর রায়কে কেন গ্রেফতার করা হল এমন বিকৃত মানসিকতার প্রশ্ন আশা করি উঠবে না: কুণাল ঘোষ
আর কী ছিল সলমন আর সেলিম খানকে পাঠানো সেই হুমকি চিঠিতে? সেখানে লেখা ছিল, 'তোদের অবস্থাও মুসেওয়ালার মত হবে।' সন্দেহ, সিধুর মৃত্যুর ঘটনার সঙ্গেও যোগ রয়েছে সলমনের পাওয়া এই হুমকি চিঠির।
আজ এই ঘটনায় সলমন খানের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। সেই বয়ানে সলমন জানিয়েছেন, তিনি কোনও হুমকি ফোন পাননি। সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, কারও সঙ্গে তাঁর কোনও শত্রুতা নেই। এমনকী লরেন্স বিষ্ণোই বা গোল্ডি ব্রার-কেও চেনেন না তিনি, জানিয়েছেন 'ভাইজান'।
সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে ইতিমধ্যেই লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সলমন খানের হুমকি চিঠি পাওয়ার ঘটনায় মুম্বই সংবাদমাধ্যম সূত্রে আরও খবর, কৃষ্ণসার হত্যা মামলা চলাকালীন সলমনকে ওই গ্যাংস্টার হুমকি দেয়, যোধপুরেই খুন হতে হবে নায়ককে। নতুন করে সলমনের কাছে হুমকি চিঠি পাঠানোর নেপথ্যে কে, তা খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।