অ্যাকশন রূপে হাজির সলমন খান, 'অন্তিম' ছবির নতুন গানের টিজার দেখেছেন?

রোম্যান্টিক অবতারে হোক কিংবা অ্যাকশন স্টার হিসেবে, অনুরাগীদের কাছে ভাইজান একইরকম ভালোবাসা পেয়ে থাকেন। খুব শীঘ্রই সিনেমাহলে মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'।

Continues below advertisement

মুম্বই: করোনা পরিস্থিতিতে (Covid Pandemic) দীর্ঘদিন ধরে সিনেমাহল বন্ধ ছিল। ফলে ছবি মুক্তির ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল। সলমন খানকে (Salman Khan) শেষবার পর্দায় দেখা গিয়েছিল, 'রাধে - ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবিতে। ছবিটি সিনেমাহলে নয়, বরং মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ছবির ব্যবসা তেমনও হয়নি বলে জানা যায়। করোনা পরিস্থিতির কারণেই বহু ছবি তৈরি হয়ে থাকার পরও মুক্তি আটকে গিয়েছে। বেশ কিছুদিন পর ফের পর্দায় ফিরতে চলেছেন বলিউডের বাইজান সলমন খান। আর পর্দায় তিনি ফিরছেন একেবারেই নিজস্ব ঢংয়ে। 

Continues below advertisement

রোম্যান্টিক অবতারে হোক কিংবা অ্যাকশন স্টার হিসেবে, অনুরাগীদের কাছে ভাইজান একইরকম ভালোবাসা পেয়ে থাকেন। খুব শীঘ্রই সিনেমাহলে মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'। এই ছবিতেও অ্যাকশন স্টার হিসেবেই দেখা যাবে সলমন খানকে। আর তার কিছুটা ঝলক দেখতে চলেছেন আগামীকাল। কারণ, আগামীকাল মুক্তি পেতে চলেছে 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে সলমন খানের অ্যাকশন প্যাকড নতুন গান 'কোই তো আয়েগা'। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' ছবির গান 'কোই তো আয়েগা'র টিজার পোস্ট করেছেন বলিউডের ভাইজান সলমন খান। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'কোই তো আয়েগা' গান মুক্তি পাবে আগামীকাল।'

একেবারে ভিন্ন লুকে 'অন্তম - দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে দেখা যাবে সলমন খানকে। গালে দাড়ি, মাথায় পাগড়ি পরা যেন অচেনা ভাইজান। পরিচালক মহেশ মঞ্জরেকরের এই ছবি ২০১৮তে মুক্তি পাওয়া মরাঠি ছবি 'মুলসি প্যাটার্ন' থেকে অনুপ্রাণিত। এই ছবিতে সলমন খানের সঙ্গে দেখা যাবে তাঁর ভগ্নিপতী আয়ুষ শর্মাকেও। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মহিমা মাকওয়ানা, প্রজ্ঞা জয়সওয়াল, যীশু সেনগুপ্ত, নিকিতিন ধীরের মতো অভিনেতারা। আগামী ২৬ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাবে 'অন্তিম - দ্য ফাইনাল ট্রু'।

Continues below advertisement
Sponsored Links by Taboola