Volkswagen Tiguan Facelift 2021: ভারতের গাড়ি বাজারে ধরতে এবার বছরে চারটে নতুন মডেল লঞ্চ করবে ফক্সওয়াগন। ডিসেম্বরের শুরুতেই কোম্পানির সিদ্ধান্ত মেনে লঞ্চ হতে চলেছে Volkswagen Tiguan Facelift 2021। আগামী ৭ ডিসেম্বর দেশে নতুন লুকে দেখা যাবে এই এসইউভি।


Volkswagen Upcoming cars 2021: তবে টিগুয়ানের ফেসলিফ্ট ছাড়াও Taigun, 2021 T-Roc 2021 ও Tiguan AllSpace 7-seater SUV ভারতে লঞ্চ করবে ফক্সওয়াগন। গত বছরই বিশ্ব বাজারে Tiguan Facelift এনেছিল কোম্পানি। এবার সেই মডেলই আনা হচ্ছে ভারতে। দেশে লঞ্চ হলে Jeep Compass, Hyundai Tucson, Citroen C5 AirCross-এর সঙ্গে প্রতিযোগিতা হবে এই গাড়ির। 



Volkswagen Tiguan Facelift-এর ডিজাইন ও লুক:
কোম্পানি সূত্রে খবর, ভারতেই এখন টিগুয়ানের ফেসলিফ্ট (Tiguan Facelift) মডেল এসেম্বল করার চেষ্টা করছে ফক্সওয়াগন(Volkswagen)। আগের মতোই দেখতে হবে এই ফেসলিফ্ট ভার্সন। তবে শোনা যাচ্ছে, ফক্সওয়ানের নতুন এসইউভি ডিজাইন ল্যাঙ্গোয়েজ দেখা যেতে পারে এতে। যেখানে সামনে আরও স্লিক হবে ক্রোম গ্রিল। এলইডি ম্যাট্রিক্স হেডলাইট দেওয়ার ফলে আরও স্পোর্টি দেখাবে গাড়ি। বদলে দেওয়া হতে পারে সামনের বাম্পার। যার মধ্যে এবার দেখা যাবে ত্রিকোণ ফগ ল্যাম্প। পিছনের টেইল ল্যাম্পেও দেখা যাবে পরিবর্তন। মূলত, গাড়ি আরও জমকালো দেখাতেই এই পথে হাঁটছে ফক্সওয়াগন। 


Volkswagen Tiguan Facelift-এর কেবিন ও ফিচার:
এমনিতেই এই জার্মান অটোমেকাররা কেবিন স্পেসের দিকে কার্পণ্য করে না। তাই আগের মতোই কেবিন স্পেস দেখা যাবে নতুন ফেসলিফ্ট ভার্সনে। যেখানে ভার্চুয়াল ককপিট, ভিয়েনা লেদার সিট, ৩০টি শেডের অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের অপশন রয়েছে। এছাড়াও প্যানোরামিক সানরুফ টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দিয়েছে কোম্পানি। যার মধ্যে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার্ প্লে রয়েছে। গাড়িতে সুরক্ষার জন্য ৬টি এয়ারব্যাগ, ড্রাইভার অ্যালার্ট সিস্টেম, এবিএস, টায়ার প্রেসার মনিটর ESP, ASR, EDL ছাড়াও অটো হোল্ড হিল অ্যাসিস্ট পাওয়া যাবে। 


Volkswagen Tiguan Facelift-এর ইঞ্জিন:
ফক্সওয়াগনের নতুন পলিসি অনুযায়ী, গাড়িতে ২.০ লিটার টার্বো চার্জড ফোর সিলিন্ডার ইঞ্জিন থাকছে। যা ১৮৭ bhp ও 320 Nm টর্ক দেবে। গাড়িতে seven-speed DSG অটোমেটিক ট্রান্সমিশন ছাড়াও 4Motion all-wheel-drive (AWD) অপশন রয়েছে। 


আরও পড়ুন : Skoda Slavia Unveiled: দুর্দান্ত লুকের সঙ্গে প্রিমিয়াম ফিচার, Rapid-এর বদলে স্লাভিয়া আনল স্কোডা


আরও পড়ুন : Maruti Celerio Review: লিটারে দেবে ২৬ কিমি, সেরা মাইলেজ দিলেও কোথায় খামতি ?