কলকাতা: তিলোত্তমার বুকে পা রাখতে চলেছেন বলিউডের ভাইজান। আগামীকাল অর্থাৎ শনিবার ইস্টবেঙ্গল তাঁবুতে রয়েছে তাঁর জমকালো অনুষ্ঠান। শুধু তিনিই নন। সলমনের পাশাপাশি এই অনুষ্ঠানের দেখতে পাওয়া যাবে জ্য়াকলিন ফার্নান্ডেজকে। থাকবেন অভিনেতা ও নৃত্য়শিল্পী প্রভুদেবাকেও। এছাড়া দেখা মিলবে একাধিক বিটাউন সেলিব্রিটির। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্য়েই শহরে এসে পৌঁছেছেন অভিনেত্রী জ্য়াকলিন। 


জানা যাচ্ছে, এই অনুষ্ঠানে পৌঁছনোর আগে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন সলমন। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি আগে অনেকবার শুনেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা ভাইজানের অনেকদিনের। সূত্রের খবর অনুযায়ী, রসগোল্লা, মিষ্টি দই দিয়ে ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হবে অভিনেতাকে।


প্রসঙ্গত, দেশজুড়ে আপাতত 'দাবাং ট্যুর' সারছেন সলমন খান। এর আগেই কনসার্টের ব্যাপারে নিশ্চিত করেছিলেন তিনি, তবে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের ব্যাপারে এতদিনে নিশ্চিত হওয়া গেল। 


আরও পড়ুন...


Seeds Benefits: চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল?


কুণাল ঘোষ গতকাল ট্যুইট করে লেখেন, '১৩.৫.২৩ তারিখে কলকাতায় অভিনেতা সলমন খান যাবেন মুখ্যমন্ত্রী বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে। তারপর তিনি ইস্টবেঙ্গল মাঠে মেগা অনুষ্ঠানে পারফর্ম করবেন।' প্রসঙ্গত, অভিনেতা জানিয়েছিলেন তিনি ইস্টবেঙ্গল মাঠে ১৩ তারিখ অনুষ্ঠান করবেন। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। একের পর এক নাচের গান ও মনোরঞ্জক অনুষ্ঠানে অপেক্ষায় অনুরাগীরা। 


অন্যদিকে, সম্প্রতি অভিনেতা সলমন খানকে হুমকিমূলক ইমেল পাঠানোর অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করেছে মুম্বই পুলিশ। রিপোর্ট অনুযায়ী, সন্দেহভাজন হরিয়ানার মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্র, যিনি যুক্তরাজ্যে অধ্যয়নরত। ওই ব্যক্তি মার্চ মাসে গ্যাংস্টার গোল্ডি ব্রারের নামে অভিনেতাকে হুমকিমূলক ইমেল পাঠিয়েছিলেন বলে অভিযোগ।


আরও পড়ুন...


Swimming: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস


উল্লেখ্য়, মার্চে, সলমন খানকে গ্যাংস্টার গোল্ডি ব্রার নামে মেইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।সূত্রের খবর অনুযায়ী, পুলিশ এই ইমেল এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের মধ্যে কোনও সংযোগের কথাও অস্বীকার করেছিল। সম্প্রতি একটি শোয়ে এসে সলমন খান বলেছিলেন, 'আমার পক্ষে এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, এখন আমার এই সমস্যা হচ্ছে যে, আমি যখন ট্রাফিকের মধ্যে থাকি, তখন সেখানে এত নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব নয়।  আমার নিরাপত্তা অন্যদের অসুবিধার সৃষ্টি করে। ফলে আমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।'