মুম্বই: সলমন খান ঘোষণা করেছেন, বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুষ শর্মাকে এবার ছবির নায়ক করবেন তিনি। তাঁর প্রোডাকশন হাউজ সলমন খান ফিল্মস বা এসকেএফের ব্যানারে তৈরি হবে ছবিটি। টুইটারে সলমন লিখেছেন




সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে পোস্ট করে আয়ুষকে স্বাগত জানান কর্ণ জোহর।





এরপরই শুরু হয় ট্রোলিং। একের পর এক মন্তব্য আসতে থাকে, স্রেফ সলমনের ভগ্নীপতি হওয়ার সুযোগেই এবার হিরো হচ্ছেন আয়ুষ। ঠিক বাড়িতে বিয়ে করা ছাড়া সিনেমায় নামার জন্য আর কীভাবে তৈরি হয়েছেন তিনি। তাঁকে তো ফুর্তি, মজা আর বিদেশ সফর ছাড়া কিছুই করতে দেখা যায় না। সলমন স্বজনপোষক ছাড়া কিছু নন, নিজের আত্মীয়স্বজন, গার্লফ্রেন্ড, বন্ধুবান্ধব, তাঁদের ছেলেপুলে- এঁদেরই শুধু সিনেমায় সুযোগ করে দিচ্ছেন তিনি।

দেখুন এমনই কিছু মন্তব্য





জানা গিয়েছে, নবাগত পরিচালক অভিরাজ মীনাওয়ালা পরিচালনা করবেন আয়ুষের প্রথম ছবি।

আয়ুষের স্ত্রী অর্পিতাও টুইট করেছেন এ ব্যাপারে