নয়াদিল্লি: ভ্যালেন্টাইন্স ডে-র পর পরই সলমন খানের (Salman Khan) সঙ্গে বিমানবন্দরে দেখা যায় ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন দুই তারকা। জানা যায়, তাঁর আগামী ছবি 'টাইগার থ্রি'র (Tiger 3) জন্য নয়াদিল্লির উদ্দেশে উড়ে যাচ্ছেন তাঁরা। সম্প্রতি নেট মাধ্যমে বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এই ছবির জন্য শ্যুটিং করছেন দুই তারকা।


বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, নয়াদিল্লি এবং নয়ডায় 'টাইগার থ্রি' ছবির বাকি অংশের শ্যুটিং করছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। গত বছর এই ছবির জন্য বিদেশে উড়ে গিয়েছিলেন তাঁরা। বিদেশের অংশের শ্যুটিং সম্পূর্ণ হলেও করোনা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন লোকেশনের শ্যুটিং বাকি ছিল। তাছাড়া গত বছর ডিসেম্বরে বিয়ের কারণে বেশ কিছুদিন ছবির কাজ বন্ধ রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি বাকি অংশের কাজ তাঁরা শুরু করেছেন নয়াদিল্লিতে। সূত্রের খবর, দিল্লিতে প্রায় এক সপ্তাহ ধরে শ্যুটিং করবেন তাঁরা। এছাড়াও গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ ইউনিভার্সিটিতেও ছবির বেশ কিছু অংশের শ্যুটিং হবে বলে জানা যাচ্ছে। 


আরও পড়ুন - Kajol: দু'টি বিলাসবহুল বাড়ি কিনলেন কাজল, দাম শুনলে আঁতকে উঠবেন


দিল্লিতে 'টাইগার থ্রি' ছবির শ্যুটিং চলাকালীন সলমন খান ও ক্যাটরিনা কাইফকে দেখার জন্য অনুরাগীদের ভিড় জমে। শ্যুটিংয়ের জায়গা থেকে তাঁদের সরানোর জন্য বেশ বেগ পেতে হয়। ছবির শ্যুটিং চলাকালীন উপস্থিত অনুরাগীরা প্রিয় অভিনেতাদের ক্যামেরাবন্দি করেন। আর সেই সমস্ত ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। 





'টাইগার থ্রি' ছবির প্রোডাকশনের কর্মীদের পক্ষ থেকে শ্যুটিংস্থলে উপস্থিত অনুরাগীদের ছবি তোলা কিংবা ভিডিও করার ক্ষেত্রে অনেক বাধা দেওয়ার পরও বেশ কিছু ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যম জুড়ে। মনীশ শর্মা পরিচালিত এই ছবিতে সলমন খান, ক্যাটরিনা কাইফ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাওয়ার কথা ইমরান হাসমিকে। যদিও অভিনেতার পক্ষ থেকে এই বিষয়ে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। পাশাপাশি শাহরুখ খানকে এই ছবিতে দেখা যাবে ক্যামিও চরিত্রে। জানা গিয়েছে এমনটাই।



প্রসঙ্গত, সলমন খানকে 'টাইগার থ্রি' ছাড়াও দেখা যাবে 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে। জানা যাচ্ছে আগামী বছর দীপাবলীতে মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে ক্যাটরিনা কাইফের হাতেও রয়েছে একাধিক ছবি। তাঁকে দেখা যাবে 'মেরি ক্রিসমাস', 'জি লে জারা', 'ফোন ভূত' এবং আরও বেশ কিছু ছবিতে।