নয়াদিল্লি: সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত বহু প্রতীক্ষিত 'টাইগার ৩' (Tiger 3) মুক্তি পাচ্ছে আগামীকাল, একেবারে দীপাবলির দিন (Diwali 2023 Release)। এক সপ্তাহ আগে শুরু হওয়া অগ্রিম বুকিংয়ে (Advance Booking) দুর্দান্ত সাড়া পেয়েছে ছবিটি, দাবি অ্যানালিস্টদের। কত হতে পারে প্রথম দিনের আয়? কী বলছে প্রাথমিক অনুমান?
কত আয় করতে পারে 'টাইগার ৩' প্রথম দিনে?
'যশ রাজ ফিল্মস' প্রযোজিত, মণীশ শর্মা পরিচালিত 'টাইগার ৩' নিয়ে উত্তেজনা ও প্রত্যাশা বহুদিনই চরমে। ফের পর্দায় একসঙ্গে জুটি বাঁধবেন সলমন ও ক্যাটরিনা। অ্যাকশনে ভরপুর এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে (Emraan Hashmi)। প্রাথমিক অনুমান বলছে এই ছবি প্রথম দিনেই ৪০ কোটি টাকা আয় করতে পারে। এমনই দাবি করা হয়েছে 'পিভিআর আইনক্স'-এর তরফে।
২০১২ সালের 'এক থা টাইগার', ২০১৭ সালের 'টাইগার জিন্দা হ্যায়'র পর সেই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। ১২ নভেম্বর মুক্তি পাবে। ৫ নভেম্বর শুরু হয় অগ্রিম বুকিং। পিভিআর আইনক্সের হিসেব অনুযায়ী, এই ন্যাশনাল চেন ইতিমধ্যেই 'টাইগার ৩' ছবির প্রথম সপ্তাহান্তের ১ লক্ষ ৮০ হাজার টিকিট বিক্রি করে ফেলেছে। প্রথম সপ্তাহান্ত অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। প্রথম দিনের জন্য দেশজুড়ে তাদের ১ হাজার স্ক্রিনে প্রায় ১ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে দাবি।
অবশ্য, ট্রেড অ্যানালিস্ট সাইট Sacnilk.com-এর তথ্য অনুযায়ী, প্রথম দিনে এই ছবির আয়ের পরিমাণ ধাক্কা খেতে পারে, কারণ সেদিনই মানুষের বাড়িতে পুজোর তোড়জোড় বেশি থাকে। তাদের হিসেব অনুযায়ী, প্রথম দিনে এই ছবি ১২.৪৩ কোটির মতো আয় করতে পারবে। তবে প্রথম দিনের পর এই ছবির আয় বাড়বে বলেও দাবি করা হয়েছে।
আরও পড়ুন: Rashmika Mandanna: রশ্মিকা মান্দানার 'ডিপফেক ভিডিও' কাণ্ডে FIR দায়ের দিল্লি পুলিশের
প্রসঙ্গত, একাধিক সূত্র মারফৎ খবর, ওমান, কাতার ও কুয়েতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ছবিকে। অর্থাৎ ওই দেশগুলিতে মুক্তি পাবে না বলেই জানা যাচ্ছে 'টাইগার ৩'। এই ছবি YRF-এর 'স্পাই ইউনিভার্স'-এর পঞ্চম ছবি। এর আগে তালিকায় রয়েছে 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার' ও 'পাঠান'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন