নয়াদিল্লি: রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna) 'ডিপফেক' ভিডিও (Deepfake Video) কাণ্ডে এবার এফআইআর (FIR) দায়ের করল দিল্লি পুলিশ (Delhi Police)। শুক্রবার দিল্লি পুলিশের তরফে স্পেশাল সেল পুলিশ স্টেশনে একটি 'ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট' (First Information Report) মামলা দায়ের করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। 


রশ্মিকার 'ডিপফেক ভিডিও' কাণ্ডে FIR দায়ের দিল্লি পুলিশের


গোটা দেশ তোলপাড় রশ্মিকা মান্দানার 'ডিপফেক' ভিডিও কাণ্ডে। সরকার নিয়েছে কড়া পদক্ষেপ। এবার অভিনেত্রীর পাশে দাঁড়াল দিল্লি পুলিশ। একাধিক প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত চলছে। দিল্লি পুলিশের তরফে বলা হয়েছে, 'রশ্মিকা মান্দানার ডিপফেক এআই-জেনারেটেড ভিডিওর প্রসঙ্গে, ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৫ ও ৪৬৯ ধারার অধীনে ও আইটি অ্যাক্ট, ২০০০-এর ৬৬সি ও ৬৬ই ধারায় মামলা দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল পুলিশ স্টেশনে এবং তদন্ত শুরু করা হয়েছে।'


এদিন এর আগে দিল্লির মহিলা কমিশন এই ব্যাপারে দ্রুত পদক্ষেপের আর্জি জানান, সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর, জানানো হয় এক বিবৃতিতে। সেখানে বলা হয়, 'ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানার ভাইরাল হওয়া ডিপফেক ভিডিও প্রসঙ্গে দিল্লির মহিলা কমিশন একটি সুয়ো-মোটো মামলার আর্জি জানিয়েছে। খবর অনুযায়ী, অভিনেত্রী নিজেও এই প্রসঙ্গে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন কেউ বেআইনিভাবে তাঁর ছবি মর্ফ করে ভিডিওয় ব্যবহার করেছে।' কমিশনের তরফে আরও উল্লেখ করা হয়েছে যে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি বা আটকের খবর মেলেনি এবং ১৭ নভেম্বরের মধ্যে এই ঘটনার FIR-এর একটি কপি দাবি করেছে তারা। বিবৃতিতে লেখা হয়, 'কমিশন জানতে পেরেছে যে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও গ্রেফতারি হয়নি। এটি অত্যন্ত গুরুতর বিষয়। এই বিষয়ে ঘটনায় দায়ের হওয়া FIR-এর একটি কপি, গ্রেফতার হওয়া অভিযুক্ত সম্পর্কে তথ্য ও কী কী পদক্ষেপ নেওয়ার হচ্ছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হোক।'


আরও পড়ুন: Sohag Chand: জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ নতুন চরিত্রের আগমন, অভিনয়ে সমতা দাস


প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যায়, কালো ডিপনেক ড্রেস পরে একটি লিফটে উঠছেন 'পুষ্পা' অভিনেত্রী। এরপর এক সাংবাদিক ও রিসার্চার অভিষেক কুমার, প্রথম এটি সামনে আনেন যে এই ভিডিও ভুয়ো। এক্স হ্যান্ডলে তিনি আসল ভিডিওটি পোস্ট করেন। এমনকী তিনিও এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। কারণ ভারতে এই 'ডিপফেক'-এর পরিমণ ক্রমশ বাড়ছে। যে মূল ভিডিও সেটি আসলে ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা পটেলের। কিন্তু 'ডিপফেক' প্রযুক্তির সাহায্যে কারচুপি করে তাঁর মুখ সরিয়ে সেখানে রশ্মিকার মুখ বসিয়ে দেওয়া হয়। এরপর একই ধরনের ঘটনার সম্মুখীন হন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। তবে তাঁর ছবি কিছুক্ষণের মধ্যেই মুছে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া থেকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial