মুম্বই: বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan) একের পর এক ছবির মুক্তির দিন বদলে যাচ্ছে। 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির পর এবার তাঁর 'টাইগার থ্রি' (Tiger 3) ছবিরও মুক্তির দিন পিছিয়ে গেল। আগে জানা গিয়েছিল, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ইদে মুক্তি পাবে এই ছবি। কিন্তু আজ জানা গিয়েছে, ২০২৩-এর ইদে মুক্তি পাচ্ছে না 'টাইগার থ্রি'। আজ এই ছবির নতুন পোস্টার শেয়ার করা হয়েছে। তার সঙ্গে নতুন মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে।
'টাইগার থ্রি' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সলমন খান, ক্যাটরিনা কাইফ অভিনীত 'টাইগার থ্রি' ছবির নতুন মুক্তির দিন পোস্ট করেছেন। তাতে বলা হয়েছে, 'সলমন খান। ক্যাটরিনা কাইফ। যশরাজ ফিল্মস অবশেষে 'টাইগার থ্রি' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করেছে। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি। টাইগার এবং জোয়াকে বড় পর্দায় ফের দেখা যেতে চলেছে ২০২৩-এর দীপাবলিতে। হিন্দি ছাড়াও এই ছবি মুক্তি পাবে তামিল, তেলুগু ভাষায়। ফের পর্দায় বি টাউনের অন্যতম বড় জুটি সলমন - ক্যাটরিনাকে দেখা যেতে চলেছে।' শুধু তরণ আদর্শই নন, 'টাইগার থ্রি' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করেছেন সলমন খান নিজেও।
আরও পড়ুন - Bigg Boss 16: চলতি সপ্তাহে 'বিগ বস' থেকে বেরিয়ে যাবে কে?
'টাইগার থ্রি' ছবির নতুন যে পোস্টার শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাতে ভাইজানের রাগী লুক ধরা পড়েছে। পরিচালক মণীষ শর্মার এই ছবি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। চলতি বছর যশরাজ ফিল্মসের প্রায় সবকটি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এখন তাঁরা বাজি লাগিয়েছেন সলমন খানের উপর। দেখা যাক এবার তাঁদের লক্ষ্মীলাভ কতটা হয়। 'টাইগার থ্রি' (Tiger 3) ছবির নতুন মুক্তির দিন ঘোষণা হতেই ব্যাপক উচ্ছ্বসিত ভাইজানের অনুরাগীরা। পোস্টের নিচে কমেন্টে তাঁরা ভরিয়ে দিয়েছেন। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'উত্তেজনার পারদ চড়ছে।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'দুর্দান্ত ভাই। মজা লাগছে। ২০২৩-এর দীপাবলিতে তুফান আসবে।' আবার কেউ লিখেছেন, 'সমস্ত গুপ্তচরের বাবা সলমন খান আসছে। বক্স অফিসে সুনামি হবে'। অনুরাগীদের কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে বক্স অফিসে ব্যাপক প্রভাব ফেলতে চলেছে 'টাইগার থ্রি।'