৫ বছর পর বড় পর্দায় সুস্মিতা, একেই বলে দবং, বলছেন মুগ্ধ সলমন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jun 2020 07:56 PM (IST)
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেকেই বলেছেন সলমনও নেপোটিজম করেন। বিতর্কের মাঝেই সলমন 'আরিয়া'য় সুস্মিতার অভিনয় দেখে তাঁর মুগ্ধতার কথা জানালেন।
মুম্বই: দীর্ঘ ২৬ বছর আগের ঘটনা। ১৯৯৪ সাল। মিস ইউনিভার্সের মুকুট তাঁর মাথায়! তিনি সু্স্মিতা সেন। তারপর মডেলিং, বিজ্ঞাপন। ১৯৯৬ সালে 'দস্তক' ছবি দিয়ে বলিউডে পা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি সুস্মিতাকে। ২০১৫তে 'নির্বাক' তাঁর অভিনীত শেষ ছবি। পাঁচ বছর তিনি ছিলেন না ইন্ডাস্ট্রিতে। প্রত্যাবর্তন ঘটালেন সুস্মিতা। 'আরিয়া' ওয়েব সিরিজে ফিরলেন তিনি। তাঁর অভিনয় দেখে মুগ্ধ গোটা সিনেমা জগত। আপ্লুত সলমন খানও। এতটাই যে, সলমন বলে দিলেন, একেই বলে দবং! 'আরিয়া'র প্রশংসায় মাতলেন সলমান। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেকেই বলেছেন সলমনও নেপোটিজম করেন। বিতর্কের মাঝেই সলমন 'আরিয়া'য় সুস্মিতার অভিনয় দেখে তাঁর মুগ্ধতার কথা জানালেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলেন সলমন। সেখানে তিনি বললেন, 'পাঁচ বছর পর কামব্যাক সুস্মিতার। এত ভাল অভিনয় ভাবা যায় না। কী অসাধারণ সংলাপ। একেই বলে দবং।’ সকলকে তিনি 'আরিয়া' দেখতে অনুরোধও করেছেন।