মুম্বই: বলিউড সুপারস্টার সলমন খান এবার বেজায় চোটলেন অভিনেতা রণবীর সিংহের ওপর। তাঁর দোষ, তিনি প্যারিসে সুলতান-এর স্ক্রিনিংয়ে ছবি না দেখে, ছবির সামনে গিয়ে উদ্দাম নেচেছেন। যা দেখে সলমনের মন্তব্য, রণবীর কার্যত ছবি না দেখে, নেচে নিজের দিকে সমস্ত দর্শকদের আকর্ষণ টানার চেষ্টা করেছেন।

সলমনের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি রণবীরের সেই নাচের ভিডিওটি দেখেছেন কিনা? এর জবাবে রাগে অগ্নিশর্মা সলমনের জবাব, ‘আমি দেখেছি ওই ভিডিওটা। আমি ওঁর মাথায় চেয়ার বা অন্য কিছু ভাঙতে চাই। একটা ছবি দেখতে গিয়ে ছবিটাই দেখা উচিত্, নেচে দর্শকদের বিরক্ত করা উচিত্ নয়’, মন্তব্য সলমনের।

‘সুলতান’ দেখতে গিয়ে নেচে, দর্শকদের রণবীর বাধ্য করেছেন, তাঁকে দেখতে। এরজন্যে রণবীরের থেকে বিশাল অঙ্কের টাকা দাবি করা উচিত্ বলে মনে করেন ভাইজান।
রণবীরের নাচের এই ভিডিও দেখেই বেজায় চোটেছেন সলমন।



শুধু রণবীর নয়, সলমন তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, যাঁরা ছবিটি পর্দায় মুক্তির আগেই অনলাইনে ফাঁস করে দিয়েছেন। সম্প্রতি ‘উড়তা পঞ্জাব’, ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’, ‘সুলতান’ ছবিগুলো পর্দায় মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায়। তিনি বলেন চুরির চেয়েও খারাপ কাজ এটা। অন্যের পরিশ্রমের ফল নিয়ে চলে যাচ্ছে অন্য একজন। তাঁর মতে এটা অত্যন্ত জঘন্য কাজ।

এই ধরনের কাজ বন্ধের জন্যে বিভিন্ন চিন্তা-ভাবনাও রয়েছে তাঁদের বলে জানান ভাইজান। সলমন খানকে কবীর খানের পরবর্তী ছবি ‘টিউবলাইট’-এ ফের দেখা যাবে।