মুম্বই: সম্পর্ক চুকেবুকে গিয়েছে বহুদিন আগে। কিন্তু আজও বার বার ফিরে আসে অতীত। এতবছর পর তাই আবারও জোর চর্চা সলমন খান ও ঐশ্বর্যা রাইয়ের ভেঙে যাওয়া সম্পর্ককে ঘিরে। এবার আলোচনার উদ্রেক ঘটাল সঞ্জয়লীলা বনশালীর ‘দেবদাস’ ছবিটি। ২০০২ সালের এই জুলাই মাসেই মুক্তি পেয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তৈরি ছবিটি। ২৩ বছর পর সেই ছবির সঙ্গে সলমনের যোগসূত্র ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। (Devdas Movie)
বনশালীর ছবিতে ‘দেবদাসে’র চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ‘পার্বতী’ তথা ‘পারো’র চরিত্রে ছিলেন ঐশ্বর্যা। যে সময় ছবির শ্যুটিং চলছিল, সেই সময় সলমন বাস্তবের ‘দেবদাস’ হয়ে উঠেছিলেন। নিজের বই ‘King of Bollywood: Shah Rukh Khan and the Sedative World of Indian Cinema’-তে সাংবাদিক অনুপমা চোপড়া সেই কাহিনি তুলে ধরেছেন। (Salman Khan in Devdas)
অনুপমা জানিয়েছেন, ‘হম দিল দে চুকে সনম’ ছবির সেটে সলমন ও ঐশ্বর্যার প্রেমের সূচনা। কিন্তু ‘দেবদাসে’র শ্যুটিং শুরু হতে হতে, সেই সম্পর্ক ভাঙনের মুখে এসে দাঁড়ায়। সলমন ঐশ্বর্যকে নিয়ে যেমন পজেসিভ হয়ে উঠেছিলেন, একই ভাবে নিজেকে ধ্বংসের কিনারায় এনে দাঁড় করিয়েছিলেন। অনুপমার কথায়, ‘সেই সময় বাস্তবে দেবদাস হয়ে উঠেছিলেন সলমন’।
অনুপমা নিজের বইয়ে লেখেন, ‘প্রেম বাঁচাতে নিজেকে ধ্বংস করতে উদ্যত হয়ে উঠেছিলেন সলমন। দেবদাসের শ্যুটিং চলাকালীন তিনি শ্যুটিংয়ের কর্মী হয়ে উঠেছিলেন। মদ্যপানের আসক্তিতে ডুবে যাচ্ছিলেন তিনি। রাতের পর রাত ঐশ্বর্যার ট্রেলারের মেঝেয় পড়ে থাকতেন’। শ্যুটিংয়ে সলমনের এই উপস্থিতি পরবর্তীতে ছবির একটি দৃশ্যে ফ্রেমবন্দি হয়ে যায়।
অনুপমা জানিয়েছেন, ‘দেবদাস’ ছবির ‘মোরে পিয়া’ গানটির শ্যুটিং চলছিল। একটি দৃশ্যে নদী থেকে জল নিয়ে ফেরা ঐশ্বর্যার পায়ে কাঁটা বিঁধে যায়। ঐশ্বর্যার পা ছুঁয়ে সেই কাঁটা বের করতে হতো শাহরুখকে। শ্যুটিংয়ের সময় সেই দৃশ্য শাহরুখকে বোঝাচ্ছিলেন বনশালী। কী ভাবে গোটা দৃশ্য অভিনয় করতে হবে, তা বোঝানোর জন্য সলমন এগিয়ে আসেন। বনশালীর কথা মতো ঐশ্বর্যার পা ছুঁয়ে কাঁটা বের করে দেন সলমন। ওই গোটা দৃশ্য ক্যামেরায় বন্দি হয়ে যায়, যা মোছেননি বনশালী. বরং ছবিতে রেখে দেন। ফলে ছবিতে ওই গানের দৃশ্যে ঐশ্বর্যার পা থেকে কাঁটা বের করতে যে হাত এগিয়ে আসে, সেটি শাহরুখের নয়, সলমনেরই।
গোটা ঘটনা বর্ণনা করতে গিয়ে অনুপমা লেখেন, ‘ওই দৃশ্য অত্যন্ত মর্মস্পর্শী। খরচের খাতায় ফেলে দেওয়া, বিষাদগ্রস্ত এক প্রেমিক, পর্দায় নিজের চরিত্রই ফুটিয়ে তোলেন। কেঁদে ফেলেন ঐশ্বর্যা। সেই শেষ বার একসঙ্গে দু’জনকে কোনও ছবিতে দেখা গিয়েছিল’। ‘দেবদাস’ শাহরুখ, ঐশ্বর্যা, মাধুরী এমনকি বনশালীর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। কিন্তু ওই ছবি সলমনের জীবনেও অনেকটা জায়গা জুড়ে রয়ে গিয়েছে।