নয়াদিল্লি: ১৬ মার্চ মুম্বই উঠবে 'এড শিরান ঝড়'। তার আগেই ভারতের মাটিতে পা রেখেছেন ব্রিটিশ গায়ক ও গীতিকার এড শিরান (Ed Sheeran)। তবে তার আগেই ৩৩ বছর বয়সী তারকা গায়ককে দেখা গেল মুম্বই তথা বলিউডের বেতাজ বাদশাহ্, ৫৮ বছর বয়সী শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে তাঁর সিগনেচার পোজ দিতে। গায়ক এদিন খান পরিবারের সঙ্গে কাটান সন্ধ্যা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন গৌরী খান (Gauri Khan), ভিডিও শেয়ার করেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খানও (Farha Khan)। স্বভাবতই হুড়মুড়িয়ে ভাইরাল সেই ভিডিও।
শাহরুখ খান-এড শিরান যুগলবন্দি, ভাইরাল ভিডিও
১৬ মার্চ, আগামী শনিবার, মুম্বইয়ের 'মহালক্ষ্মী রেস কোর্স গ্রাউন্ড'-এ এড শিরানের পারফর্ম করার কথা। তাঁর একাধিক জনপ্রিয় গানে এমনিতেই মজে থাকেন আট থেকে আশি। তবে ৩৩ বছর বয়সী 'শেপ অফ ইউ' গায়ক মজলেন কিং খানে। নেপথ্যে শোনা গেল, কিং খানের জনপ্রিয় 'ওম শান্তি ওম' ছবির থিম সং। উল্লেখ্য ভিডিওটি শ্যুট করেছেন ফারাহ্ খান। সোশ্যাল মিডিয়ায় এড শিরান এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'দিস ইস দ্য শেপ অফ আস। স্প্রেডিং লাভ টুগেদার...'। একসঙ্গে ভালবাসা ছড়াচ্ছেন তাঁরা আর বলাই বাহুল্য এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
মজার কমেন্ট ও প্রশংসায় ভরেছে এই পোস্ট। ফারাহ্ খান লেখেন, 'যদি এটা আমার পরিচালনায় শেষ জিনিস হয়, আমি আনন্দে মরতে পারব।' আরমান মালিক লেখেন, 'অবশেষে!' নেটফ্লিক্সের তরফে কমেন্ট করা হয়, 'আমরাও এসে পড়ি? ডাঙ্কি মেরে!'
এদিন একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেন শাহরুখ পত্নী গৌরী খানও। একটি ছবিতে দেখা গেল আরিয়ান খানের গারমেন্ট ব্র্যান্ড 'ডিয়াভল এক্স'-এর জ্যাকেট পরে রয়েছেন এড শিরান, পোজ দিয়েছেন গৌরীর সঙ্গে। পরের ভিডিওয় দেখা গেল, গিটার হাতে গান ধরেছেন তিনি। ফারহা খানের সঙ্গেও পোজ দিলেন গৌরী। মাল্টিকালার্ড জ্যাকেট ও রং মিলিয়ে জুতো দেখা গেল শিরানের পরনে।
এড শিরানের মুম্বই সফর স্মরণীয় মুহূর্ত দিয়ে পরিপূর্ণ হয়েছে, যা অনুরাগী এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে তাঁর গভীর সংযোগের কথা তুলে ধরছে প্রতি পরতে। এই সপ্তাহের শুরুতে, তিনি একটি স্কুলে দিন কাটিয়েছেন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে গানে গানে আনন্দ ছড়িয়েছেন তারকা শিল্পী। কেবল খান পরিবারের সঙ্গে নয়, তিনি দেখা করেন আয়ুষ্মান খুরানার সঙ্গেও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।