কলকাতা: এক দশকেরও বেশি সময় পর কলকাতায় এলেন সলমন খান (Salman Khan)। ১৩ মে, ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) অনুষ্ঠান হওয়ার কথা আগেই জানিয়েছিলেন। এদিন শহরে পৌঁছে ভাইজান আগে গেলেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  কী কী কথা হল সেখানে?


সলমনকে চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ মমতার


শনিবার শহরে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছন ভাইজান। গাড়ি থেকে নামতেই তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। ক্যামেরায় পোজ দিয়ে নিয়ে যান বাড়ির অন্দরে। সূত্রের খবর, ফিশফ্রাই, মিষ্টি খাইয়ে অতিথি আপ্যায়ণ সারেন মুখ্যমন্ত্রী। প্রায় আধঘণ্টা কথা হয় ২ জনের মধ্যে। তবে উল্লেখ্য বিষয়, আগামী কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) সলমন খানকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং মিলেছে ইতিবাচক প্রতিক্রিয়াও। আসবেন, বলে কথা দিয়েছেন সলমন খান।


প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই কলকাতা চলচ্চিত্র উৎসবে বিনোদন দুনিয়ার একগুচ্ছ তাবড় তারকাদের সঙ্গে নিশ্চিতভাবে উপস্থিত থাকেন কিং খান। মঞ্চে শাহরুখ খানের বক্তব্য শোনার জন্য মুখিয়ে থাকেন দর্শক। এ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ, তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেটাই স্বাভাবিক। এদিকে শোনা যাচ্ছে, পরের বছর তিনি আমন্ত্রণ জানিয়েছেন সলমন খানকে। এখন অনুরাগী মহলে জোর জল্পনা, তাহলে কি আগামী বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে একসঙ্গে দেখা মিলবে কর্ণ-অর্জুন জুটির? 


প্রসঙ্গত, শনিবার সলমন-সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। এই সাক্ষাৎ সম্পর্কে তিনি বলেন, 'সকল সাংবাদিক বন্ধুরা আজ আমার বাড়িতে এসেছেন, বিশেষ করে সলমন খানের জন্য। সলমন খান এসেছিলেন এবং ওঁদের ধন্যবাদ। আমি ওঁর নিরাপত্তা নিয়ে সত্যিই যথেষ্ট চিন্তিত। তাই ওঁকে নিজের খেয়াল রাখতে বলেছি।'


আরও পড়ুন: Swimming: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস


প্রসঙ্গত, দেশজুড়ে আপাতত 'দাবাং ট্যুর' সারছেন সলমন খান। এর আগেই কনসার্টের ব্যাপারে নিশ্চিত করেছিলেন তিনি। উল্লেখ্য, মার্চে মাসেই সলমন খানকে গ্যাংস্টার গোল্ডি ব্রার নামে মেইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।সূত্রের খবর অনুযায়ী, পুলিশ এই ইমেল এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের মধ্যে কোনও সংযোগের কথাও অস্বীকার করেছিল। সম্প্রতি একটি শোয়ে এসে সলমন খান বলেছিলেন, 'আমার পক্ষে এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, এখন আমার এই সমস্যা হচ্ছে যে, আমি যখন ট্রাফিকের মধ্যে থাকি, তখন সেখানে এত নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব নয়।  আমার নিরাপত্তা অন্যদের অসুবিধার সৃষ্টি করে। ফলে আমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।' সেই প্রসঙ্গেই তাঁর নিরাপত্তার কথা বলেন মুখ্যমন্ত্রী ও অভিনেতাকে সাবধানে থাকার পরামর্শ দেন।