বর্তমানে ‘রাধে-দ্য মোস্ট ওয়ান্ডেট ভাই’ ছবির শ্যুটিং-এ ব্যস্ত সলমন। হঠাৎ ছবির সেটেই এসে পড়ে সলমনের ছোট্ট এক ভক্ত। ছোট্ট মেয়েটিকে নিরাশ করেননি সলমন। সেটেই তাকে ডেকে নিয়ে আলাপ করেন করেন, তোলেন ছবিও। গোলাপি টি-শার্ট পরা ছোট্ট মেয়েটিকে ভাইজানের আদর করার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, চুম্বন করে, মাথায় হাত বুলিয়ে খুদে ভক্তকে আদর করছেন সলমন।
তারকার সঙ্গে দেখা করে খুদে ভক্তও। দিব্যি হাসি মুখে সলমনের সঙ্গে ছবি তোলে সে। আর সেই ছবি, ভিডিও দেখেই উচ্ছসিত সলমনপ্রেমীরা।