কলকাতা: তাঁকে বলা হয় বলিউডের মোস্ট এলিজেবল ব্য়াচেলর। তাঁর বিয়ে নিয়ে রীতিমতো মিথ তৈরি হয়ে গিয়েছে। তাঁর ব্যক্তিগত জীবন একাধিকবার প্রকাশ্যে এসেছে, প্রকাশ্যে এসেছে তাঁর প্রেমের খবরও। অনেকেই মনে করতেন, তিনি এবার বোধহয় বাঁধা পড়বেন সাত পাকে। কিন্তু প্রায় ৬০ বছর বয়স হতে চলল তাঁর, এখনও বিবাহিত জীবন শুরু করেননি তিনি। সলমন খান (Salman Khan)। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা রয়েছে প্রচুর। তবে বিয়ে নিয়ে আদৌ কি মনে করেন তিনি? সদ্য কপিল শর্মা-র শো-তে এসে সলমন খান বিয়ে নিয়ে যা বললেন, তাতে অবাক কোনও কোনও দর্শক, কেউ তো আবার হাসি ও ধরে রাখতে পারলেন না। 

সলমন এই শো-তে এসে বলেন, এখন নাকি ছোট ছোট কারণে বিচ্ছেদ হয়ে যায়। আগে মানুষ বিয়ে হয়ে যাওয়ার পরে বিভিন্ন বিষয়ে মানিয়ে নিতেন। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। যদি ঘুমোতে ঘুমোতে কারোর গায়ে পা লেগে যায় বা কেউ নাক ডাকে, তাতেও বিচ্ছেদ হয়ে যেতে পারে এখানেই থামেননি সলমন, তিনি বলেছেন, শুধু বিচ্ছেদই যে হয় এমনটা নয়। স্ত্রী স্বামীর সারা জীবনের কষ্টের সঞ্চয়ের অর্ধেকের বেশি টাকাও নিয়ে চলে যায়। সলমনের এই কথায় হেসে ফেলেছেন অনেকেই। অনেকে আবার রীতিমতো অবাকই হয়েছেন যে বিয়ে না করেও সলমন বিয়ে নিয়ে এই ধারণা পোষণ করেন। 

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে পর্দার ক্ষেত্রে একটি নিয়ম মেনে চলেন সলমন। তিনি পর্দায় চুম্বনে রাজি নন। ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির একটি দৃশ্যে পরিচালক আলি আব্বাস জাফর সলমন ও ক্যাটরিনা কইফকে চুম্বন করার কথা বলেছিলেন। সেই সময়ে মনে করা হয়েছিল যে সলমন এবার বোধহয় পর্দায় চুম্বনে রাজি হবেন কারণ চুম্বন দৃশ্য করার কথা ছিল তাঁর বিশেষ বন্ধু ক্যাটরিনার সঙ্গে। সেই সময়ে সলমন আর ক্যাটরিনা প্রেম করছেন চুটিয়ে। কিন্তু সলমন পর্দায় ক্যাটরিনাকে চুম্বনে রাজি ছিলেন না। অনেক চেষ্টা করেও পরিচালক রাজি করাতে পারেননি সলমনকে ক্যাটরিনাকে চুম্বন করার জন্য। ফলে চিত্রনাট্য থেকে বাদ পড়ে সেই দৃশ্য। এর আগে, ঐশ্বর্য্য রাই বচ্চনের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেও কখনও পর্দায় চুম্বন করেননি সলমন! কেবল একটি ছবিতেই, করিশ্মা কপূরকে পর্দায় চুম্বন করেছিলেন তিনি।