সহ অভিনেত্রী পূজা ডডওয়ালের সাহায্যে এগিয়ে এলেন সলমন, বললেন, 'ও সুস্থ হয়ে যাবে'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Mar 2018 09:12 AM (IST)
নয়াদিল্লি: ১৯৯৫-এর সিনেমা বীরগতি-তে সলমন খানের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী পূজা ডডওয়ালকে। এখন যক্ষা রোগে ভুগছেন তিনি। আর এই রোগ চিকিত্সার মতো অর্থ তাঁর নেই। এজন্য তিনি সম্প্রতি একটি ভিডিও বার্তায় তাঁর সাহায্যে এগিয়ে আসার জন্য সলমনের কাছে আবেদন জানিয়েছিলেন। এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সলমন। তিনি বলেছেন, পূজার অসুস্থতার বিষয়টি জানা ছিল না তাঁর। পূজার সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছে তাঁর পুরো দল। পুনেতে একটি সফরের সময় পূজাকে নিয়ে প্রশ্নের উত্তরে সলমন বলেছেন, বীরগতি সিনেমা অতুল অগ্নিহোত্রীর বিপরীতে অভিনয় করেছিলেন পূজা। সলমন বলেছেন, ওর অসুস্থতার খবর জানতাম না..এটা খুবই দুঃখের বিষয়। সবে শুনলাম এবং যতটা পারি সাহায্যের চেষ্টা করছি। আমার দল এখন এই বিষয়টি নিয়ে কাজ করছে। ওর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ও সুস্থ হয়ে উঠবে। উল্লেখ্য, একটি সংবাদমাধ্যমকে পূজা জানিয়েছিলেন, গত ছয় মাস আগে তাঁর এই রোগ ধরা পড়ে। এরপরই তিনি সলমনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু সলমনের সঙ্গে কথা হয়নি তাঁর। পূজার এই অসুস্থতার খবর জানার পরই ভোজপুরী তারকা রবি কিষাণ এক সময়ের সহ অভিনেত্রীর সাহায্যে এগিয়ে আসেন। এক সহযোগীর মাধ্যমে অর্থ ও ফল পূজার কাছে পাঠান।