মুম্বই: ‘দঙ্গল’-এ আমির খানের ‘হানিকারক বাপু’-র অভিনয় বলিউডে অনেকের মনেই দাগ কেটেছে। শোনা যাচ্ছে, সলমন খানও নাকি এবার বাবার ভূমিকায় অভিনয় করার কথা ভাবছেন। সামনের ছবিতে নাকি ১৩ বছরের মেয়ের বাবার চরিত্রে অভিনয় করবেন তিনি।

শোনা যাচ্ছে, এক সাক্ষাৎকারে সলমন জানিয়েছেন, পর্দায় বাবা হিসেবে আসতে তাঁর কোনও অসুবিধে নেই। ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’-এ তিনি বাবার চরিত্র করেছেন, তখন তাঁর বয়স ৩০-এর কোঠায় ছিল। আগামী ছবিতে তিনি একটি ১৩ বছরের মেয়ের বাবা। ছবিটি নাচের ওপর। এ জন্য তাঁকে ঠিকমত প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী হয়ে উঠতে হবে। সেজন্য কঠোর পরিশ্রম করতে হচ্ছে তাঁকে। সলমন আরও জানিয়েছেন, ‘সুলতান’-এর জন্য তাঁকে ১৮ কেজি পেশি খোয়াতে হয়েছিল। কিন্তু এখন তিনি ডায়েট করছেন না, ঘরের সাধারণ খাবারদাবারই নিয়মিত খাচ্ছেন। শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন আর কার্বোহাইড্রেট জোগাড় হয়ে গেলেই খাবার টেবিল ছেড়ে উঠে পড়েন। এত পরিশ্রমের কারণ, নিজেকে ক্যারেক্টার রোলে দেখতে চান না তিনি। ৫১ বছর বয়স হয়েছে তো কী হয়েছে, সিলভেস্টার স্ট্যালোন তো ৭০ বছর বয়সেও রকি আর র‍্যাম্বো করেছেন।

সলমন মনে করেন, সিনেমা সবথেকে সুন্দর শিল্প। শিল্পীরা স্বপ্ন বিক্রি করেন। তাহলে তিনিই বা কেন সেই স্বপ্নের ফেরিওয়ালা হবেন না?